Your comments

প্রিয় টিউনার,

টেকটিউনস একটি ডেডিকেটেড সৌশল নেটওয়ার্ক শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য। টেকটিউনসে শুধুমাত্র আপনার বিজ্ঞান প্রযুক্তি চিন্তা ও ধারণার প্রয়োগ ঘটান এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে টিউন করুন। বিজ্ঞান ও প্রযুক্তির ধ্যান ধারণার সাথে সম্পর্কিত নয় এমন টিউন টেকটিউনসে প্রাধান্য পায় না।


আপনার টিউনারশীপ রিস্টোর করা হল।

আপনাকে সতর্ক করার স্বত্তেও আপনি টেকটিউনস নীতিমালা ভঙ্গ করে অ্যাফিলিয়েট টিউন পিডিএফ আকারে প্রকাশ করেছেন। টেকটিউনসে যে কোন টিউন যথেষ্ঠ যাচাই বাছাই করে স্থগিত করা হয় তাই কারণ ব্যতিরেকে কেন টিউনারের টিউন স্থগিত হয় না।

টেকটিউনস নীতিমালা ভেঙ্গে বারবার নীতিমালা নিষিদ্ধ টিউন করার জন্য আপনার টিউনারশীপ স্থগিত করা হয়েছিল। বিশেষ বিবেচনায় আপনার টিউনারশীপ ফিরিয়ে দেওয়া হল।


টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন।  


টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণোদণা দেয়।


আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং টিউনারশীপ স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।

আপনার টিউনটি প্রায় অধিকাংশ লেখা কপি পেস্ট। টেকটিউনসে আংশিক বা হুবহু কপি পেস্ট কোন টিউন স্থায়ী হয় না। আপনি নিজ থেকে মৌলিক মান সম্মত টিউন করুন।

টিউনটি কী আপনার নিজের মৌলিক লেখা? টিউনটি বেশ কিছু জায়গায় প্রকাশিত। টিউনটি যদি আপনার নিজের লেখা হয়ে থাকে তবে আমাদের জানান।