+5
Completed

ভাই প্লিজ টিউনার শিপ টা ফিরিয়ে দেন ।

kamrul_pc 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 2

ভাই আমি জানি না কেন আমার টিউনার শিপ বাতিল করে দিয়েছেন । এখানে অনেকগুলা পোস্ট করেছিলাম কিন্তু কোনদিন পোস্ট পেন্ডিং ও হয় নি পোস্ট বাতিল ও হয় নি । কিন্তু আজ একটা পোস্ট করার পর হটাৎ আমার টিউনার শিপ বাতিল হয়ে যায় । কিছুই বুঝে উঠতে পারলাম ভাই যে এ রকম অবস্থার সম্মুখীন হব। ভাই আমি জানি আমার পোস্ট এ মনে হয় কোন ভুল ছিল যা আপনাদের রুল এর বিরুদ্ধে তাই আপনারা আমাকে বাতিল করেছেন । ভাই এ জন্য আমি একান্তই দুঃখিত। নেক্সট টাইম এ আমি এ বিষয়ে অবশ্যই  অবশ্যই  সতর্ক থাকব ইনশাল্লাহ। দয়া করে আমার টিউনার শিপ টা আবার একটিভ করে দেবেন প্লিজ। তাহলে খুব খুশি হব ভাই। প্লিজ ভাই একটু দেখেন

Answer

Answer
Completed

টেকটিউনস নীতিমালা ভেঙ্গে বারবার নীতিমালা নিষিদ্ধ টিউন করার জন্য আপনার টিউনারশীপ স্থগিত করা হয়েছিল। বিশেষ বিবেচনায় আপনার টিউনারশীপ ফিরিয়ে দেওয়া হল।


টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন।  


টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণোদণা দেয়।


আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং টিউনারশীপ স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।


অ্যাডমিন ভাই আপনি বললেন যে আমার টিউনার শিপ ফিরিয়ে দেয়া দিয়েছেন কিন্তু অ্যাকাউন্ট এ ঢুকে দেখি তো যে রকম ছিল ওইরকম এ আছে। কোন পোস্ট নাই কিছু নাই। শুধু প্রোফাইল টা আছে। নিচে এই আমার ড্যাশবোর্ড এর ইমেজ টা দেখুন। ভাই একটু ঠিক করে দেন না প্লিজ 



Answer
Completed

টেকটিউনস নীতিমালা ভেঙ্গে বারবার নীতিমালা নিষিদ্ধ টিউন করার জন্য আপনার টিউনারশীপ স্থগিত করা হয়েছিল। বিশেষ বিবেচনায় আপনার টিউনারশীপ ফিরিয়ে দেওয়া হল।


টেকটিউনস বিজ্ঞান ও প্রযুক্তি চর্চার একটি উন্মুক্ত কমিউনিটি। তাই কমিউনিটির সদস্য হিসেবে টেকটিউনস কমিউনিটিতে আপনার বিজ্ঞান ও প্রযুক্তি চিন্তার মৌলিক প্রয়োগ ঘটান। সৃজনশীল বিষয় ও আপনার প্রযুক্তি অভিজ্ঞার প্রকাশ ঘটান। আপনার বাস্তব জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন প্রয়োগ যা আপনি নিজে অভিজ্ঞতা লাভ করেছেন তা কমিউনিটির সদস্যদের সাথে নিজের ভাষায় শেয়ার করুন।  


টেকটিউনস সবসময় মান সম্মত ও মৌলিক টিউন করতে টিউনারদের প্রণোদণা দেয়।


আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং টিউনারশীপ স্থায়ি ভাবে বরখাস্ত করা হবে।