0
Completed

ভাই বুজলাম না কিছু ... বলার কিছুই নাই আমার আফসোস ছাড়া

kamrul_pc 12 years ago updated by Techtunes (Techtunes) 11 years ago 2

ভাই বুজলাম না আমি কি এমন রুল বিরোধী পোস্ট করলাম যে আপনারা আমার অ্যাকাউন্ট টা আবার আমার কাছ থেকে কেরে নিলেন। একটা পিডিএফ ডাউনলোড লিং দেয়া কি আমার অপরাধ ?? এইটা কোন কথা হল ভাই। পোস্ট করার মন মানসিকতা শেষ করে দিলেন আমার। দয়া করে বলেবেন কি আমার অপরাধ

আপনাকে সতর্ক করার স্বত্তেও আপনি টেকটিউনস নীতিমালা ভঙ্গ করে অ্যাফিলিয়েট টিউন পিডিএফ আকারে প্রকাশ করেছেন। টেকটিউনসে যে কোন টিউন যথেষ্ঠ যাচাই বাছাই করে স্থগিত করা হয় তাই কারণ ব্যতিরেকে কেন টিউনারের টিউন স্থগিত হয় না।

ওকে ভাই। আমি একান্তই দুঃখিত। ভাই আপনাদের রুল এ এমন কোন লিখা চোখে পড়ে নাই আমার যে পিডিএফ এও লিঙ্ক দেয়া যাবে না । তাই বুঝতে পারি নি ভাই। আর তা ছাড়া আমি যে পোস্ট টা দিছি ওটা একদম রিয়াল ভাই। আপনি মনে হয় আমার পিডিএফ টা ডাউনলোড করেছেন নিশ্চয় । ভাই আপনাকে একটা কথা বলি আমার পোস্ট টা ডিলিট দিছেন ভাল কথা কিন্তু আপনি আমার ওই পিডিএফ টা একবার ভাল করে পড়ে মানি আরন করতে পারবেন ১০০%। আমার এফিলিয়েট লিং ব্যাবহার করার দরকার নাই আপনি জাস্ট ওই লিঙ্ক টাতে ঢুকে আমার এফিলিয়েট আইডি কেটে দিয়েও রেজিস্ট্রেশান করে চেষ্টা করে দেখতে পারেন। ভাই রে আমি যদি আরন না করতাম তাহলে কি ওই পিডিএফ টা বানাইতাম ?  আমি ২০ USD এর মত আরন করছি আর এখনও আরন রানিং আছে আমার। আপনি যদি আরন করতে না পারেন আমি বলছি তাহলে এর সম্পূর্ণ দায়িত্বভার আমি নিতে প্রস্তুত থাকব যে আসলে আমি এটা মিথ্যা অপপ্রচার চালাইতেছি। ওকে আমার পোস্ট Techtunes এ দেয়ার দরকার নাই কিন্তু আপনি যদি আরন করেন তাহলে ক্ষতি কি?  ভাই ওই যে বাংলাদেশে এই ফেক ক্লিক এর সাইট গুলা আসা তে কেউ এখন বিশ্বাস করে না যে অনলাইন আয় জীবনেও সম্ভব। কিন্তু আমি এটা বিশ্বাস করি না কারন আমি নিজে আরন করতেছি এবং টাকাও সাথে সাথে Payza তে নিয়ে নিছি। এর পরেও আমি কি করে মিথ্যা অপ প্রচার চালাইতে পারি আপনি এ বলেন। ভাই আপনি যদি আরন করতে সক্ষম হন তাহলে জানাইয়েন আমাকে। তারপর আমার পোস্ট টা একটু বিবেচনা করিয়েন। ভাই আমি আর এই এফিলিয়েট সম্পর্কিত পোস্ট Techtunes এ করব না আপনাদের অনুমতি ছাড়া। আমাকে শেষবারের মত টিউনার শিপ টা ফিরিয়ে দেন ভাই। একান্তই একন্তই দুঃখিত আমি ভাই। প্লিজ ভাই একটু বিবেচনা করিয়েন ভাই। ধন্যবাদ আপনাকে।