+1
Declined
একাউন্টের ইউজার নেম এবং ইমেইল এড্রেস চেঞ্জ! লজিকাল কারণ আছে।
আমার একাউন্টের ইউজার নেম: shafiulymail
কিন্তু আগে যেই একাউন্ট ছিল তা: shafiul
আমার আগের একাউন্ট কোন কারণে ব্যান হয়ে যায়, যার ফলে ঐটা ব্যবহার করতে পারছি না। এখন আমার অনুরোধ আমার আগের একাউন্টটাকে যদি ডিলিট করে আমার বর্তমান একাউনকে shafiulymail এর পরিবর্তে shafiul করে দেওয়া যায়, খুবই খুবই খুবই খুশি হব।
আর আমার বর্তমান একাউন্টের মেইল shafiul@ymail.com যা আমি পরিবর্তন করে shafiul@shafiul.com করতে চাচ্ছি। কয়েকবার চেষ্টা করেছি আমার প্রোফাইল থেকে চেঞ্জ করার জন্য। কিন্তু হচ্ছে না। উল্লেখ্য যে আমার gavatar এ একাউন্ট খোলা shafiul@shaiful.com দিয়ে।
আপনাদের প্রতি আমার অনুরোধ আমার ইউজার নেম চেঞ্জ না করলেও অন্তত আমার ইমেইল এড্রেসটা চেঞ্জ করে দিন।
আশাকরি এডমিনরা আমার সমস্যা বুঝতে পারবেন।
ধন্যবাদ।
Answer
Declined
Techtunes (Techtunes) 12 years ago
Customer support service by UserEcho