+2
Completed

দ্রুত সাড়া দিন। টিউন ঊধাও এবং টিউনারশীপ বাতিল প্রসঙ্গে আবার টেকটিউনস ডেস্কের শরনাপন্ন।

Rasel Mahfuj 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 1

প্রিয় কর্তৃপক্ষ, গত ২৫/০৬/১৩ আমি "একটি মেগা টিপস, টাক মাথায় তাক লাগানো সমাধান" শিরোনামে একটি টিউন পোস্ট করি।পাতায়।লিঙ্ক http://www.techtunes.com.bd/tips-and-tricks/tune-id/217952 পড়ুয়াদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাই, ভালো কিছু কমেন্ট পাই। কিন্তু পোস্টটি সাড়ে তিন ঘন্টা স্থান পায় টেকটিউনস এর উধাও হয়ে যায় লেখাটি। সাথে আমার টিউন করার ক্ষমতা হরণ করা হয় কোন নোটিশ ছাড়াই। আমার টিউনটি তুলে দেওয়া এবং টিউন করার ক্ষমতা হরণের ব্যাপারে টেকটিউনস কর্তৃপক্ষেরসঠিক বিবেচনা কামনা করছিএবং আমার  হৃত ক্ষমতা ফিরিয়ে দিতে  বিশেষ ভাবে অনুরোধ করছি।

ধন্যবাদ

রাসেল

প্রিয় টিউনার,

টেকটিউনস একটি ডেডিকেটেড সৌশল নেটওয়ার্ক শুধুমাত্র বিজ্ঞান ও প্রযুক্তিপ্রেমীদের জন্য। টেকটিউনসে শুধুমাত্র আপনার বিজ্ঞান প্রযুক্তি চিন্তা ও ধারণার প্রয়োগ ঘটান এবং বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে টিউন করুন। বিজ্ঞান ও প্রযুক্তির ধ্যান ধারণার সাথে সম্পর্কিত নয় এমন টিউন টেকটিউনসে প্রাধান্য পায় না।


আপনার টিউনারশীপ রিস্টোর করা হল।