Your comments

সমস্যাটি কেবল আইডিএম থাকলেই হয়। সাইফুলের টিউন অনুসরণ করুন।
ব্যক্তিগত ফ্রিল্যান্সিং  টিউন কাম্য নয়।
অনেক দিন থেকেই শুনছি টিটি আমাজন সার্ভারে যাবে, কিন্তু যাচ্ছে না তো! ইদানীং Oops! Too much server load ম্যাসেজ রেগুলার দেখাচ্ছে। আগে তাও সহনীয় ছিল, ইদানীং অসহনীয় পর্যায়ে চলে গেছে।
হ্যা, অপশনটি যোগ করা যেতে পারে।
হুম, ফিল্যান্সার নামে কিছু টিউনার যা শুরু করেছে তা কোনভাবেই মেনে নেয়া য়ায় না।
হ্যা, এই অপশনটি চালু করার ব্যাপারে আমিও অনুরোধ জানাচ্ছি।
ভালো লিখেছেন। সহমত পোষণ করছি।
এ ক্ষেত্রে মোবাইল ফোন এসএমএস এর মাধ্যমে ভেরিফিকেশন করার ব্যবস্থা করা যেতে পারে তাহলে কেউ সহজে নতুন আইডি খুলতে পারবেনা। অথবা নতুন টিউনারদের 3 দিন ওয়াচে রাখা যেতে পারে। 3 দিন পর তারা টিউন করদে পারবে, এধরনের নীতিমালা দেয়া যায়।
ফেসবুক পেজর মাধ্যমে টিটি সব টিউনগুলোই ফেসবুকে পোষ্ট করে।
তবে ব্যক্তিগতভাবে শেয়ারের জন্য একটি বাটন আমিও খুব মিস করি। টিটি টেকনিক্যাল টিমের দৃষ্টি আকর্ষণ করছি।