0
Completed

জানতে পারি কেন আমার sitetalk সংক্রান্ত টিউন টি ডিলিট করা হল ?

Mashiur Rahman 14 years ago updated by সাইফুল ইসলাম 12 years ago 4
tech tune এর মড দের কাছে আমার প্রশ্ন । কেন আমার sitetalk সংক্রান্ত tune টি ডিলিট করা হল ?
প্রিয় মশিউর রহমান, আমরা আপনার sitetalk এর টিউন টি দেখেছি। টিউনটি রেফারাল আয়ের হওয়ায় এবং টেকটিউনস নীতিমালা ১.১২ http://techtunes.com.bd/terms/ অনুযায়ী দিক নির্দেশনা মূলক টিউন ছাড়া ফ্রিল্যানসিং এর রেফারাল টিউন হওয়ায় তা স্থগিত করা হয়েছে। আপনি ফ্রিল্যান্সিং নিয়ে খুবই ভাল কিছু ধারাবাহিক টিউন করেছেন। আর তাই টেকটিউনস টিউন গুলো সাইড ফিচার করেছে। সব ধারাবাহিক টিউন সাইড ফিচার করা হয় না। আপনার টিউনগুলো সাইড ফিচার হওয়ায় টেকটিউনস কমিউনিটি আপনাকে ফ্রিল্যান্সিং এর দিকনির্দেশক হিসেবে দেখবে এটাই স্বভাবিক। আর তাই আমরা চাই অন্যন্য টিউনাররা যেন রেফারাল টিউনের দিকে উৎসাহি না হয়ে ফ্রিল্যান্সিং এর দিকনির্দেশনা মূলক টিউনের দিকে উৎসিত হোক এবং টেকটিউনসের মান বজায় রাখুক।

আপনি আপনার টিউন গুলো টেকটিউনস থেকে সরিয়ে নেওয়ায় আমরা খুবই ব্যথিত ও দুঃখিত এবং আমরা কখনই একজন ভাল মানের টিউনার থেকে এ ধরনের আচরণ আশা করি না। একজন টিউনার নিজে লেখে নিজের মেধা সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য বঞ্চিত করার জন্য নয়। তাই আমরা চাইব আপনি আপনার টিউন গুলো আবার restore করুন আর তা সম্ভব না হলে আমাদের বলুন। আমরা আপনার হয়ে তা করে দিব। আমরা চাই না একজন ভাল টিউনারের অনন্য টিউন থেকে টেকটিউনসবাসি বঞ্চিত হোক এবং আপনি আপনার ভাল মানের টিউন করা অব্যাহত রাখুন। কারণ টেকটিউনস ভালোবাসে প্রযুক্তিকে আর ভালোবাসে প্রযুক্তিকে ভালোবাসা আপনাকে। ধন্যবাদ।
আপনাদের ব্যবহারে উনি কষ্ট পেয়েছেন
মশিউর আমরা আপনার উত্তরের অপেক্ষায় আছি।
ব্যক্তিগত ফ্রিল্যান্সিং  টিউন কাম্য নয়।