+8
Completed

প্রিয়তে রাখা টিউনগুলো দেখার জন্য একটা অপশন

Hasan Jubair 14 years ago updated by Techtunes (Techtunes) 14 years ago 7
প্রিয়তে রাখা টিউনগুলো দেখার জন্য একটা অপশন রাখা যেতে পারে। যেখানে ক্লিক করলে ঐ টিউনারের প্রিয় টিউনের লিস্ট দেখা যাবে।

Answer

PINNED
টিউনারদের টিউনারপেইজ এ সুবিধা যুক্ত করার চিন্তা আমাদের আছে। আপনার প্রস্তাবটি বিবেচনা করা হবে টেকটিউনসের পরবর্তি ভার্সনে। ধন্যবাদ।
আসলে এতে টিউনার পেজ স্লো হয়ে যাবে, আর অনেকে না বুঝে প্রিয়তে নেয়। আরো কিছুদিন যাক যখন সকলে এর গুরুত্ব বুঝবে তখন করা হবে নিশ্চই। তবে আপাতত এই প্লাগিংসে একটা অপশন আছে সবচেয়ে বেশী কোন পোস্টগুলো প্রিয়তে নেয়া হয়েছে। এটা আরো বেশী সংথ্যায় দেখানোর জন্য একটা পেজ করা যেতে পারে।
যখন থেকে টিউনারের প্রিয় লিস্ট দেখা যাবে তখন থেকেই প্রিয় টিউনের গুরুত্ব বেড়ে যাবে। কারন আউল ফাউল টিউন প্রিয়তে নিয়ে কেউ নিজের মান কমাতে চাইবে না। ;)
তা ঠিক, তবে একটু সবুর করতে হবে সম্ভবত কারন এই প্লাগিংসে এটা নেই আরো কাস্টমাইজ করতে হবে।
PINNED
টিউনারদের টিউনারপেইজ এ সুবিধা যুক্ত করার চিন্তা আমাদের আছে। আপনার প্রস্তাবটি বিবেচনা করা হবে টেকটিউনসের পরবর্তি ভার্সনে। ধন্যবাদ।
টিউনারদের টিউনারপেইজ.................
আরেকটা ভাল ব্যাপার হবে যে সাহায্য টিউন কেউ আর প্রীয়তে নিয়ে আল-ফাতাহ ভাইকে কেউ বিব্রত করবেনা।
হ্যা, অপশনটি যোগ করা যেতে পারে।