+6
Completed
প্রতিটি টিউনের নিচে একটি ফেসবুক সেয়ার বাটন যুক্ত করা হোক।
এই যুগের টেকটিউনে যদি একটা ফেসবুকে সেয়ার বাটন না পাই তাহলে ব্যাপারটা কেমন লাগে? আমারা টিউনাররা চাই টিউনে বেশি বেশি কমেন্ট যাতে হয়। এবং আমাদের টিউনটিগুলি যেন বেশিবার ভিজিট হয়। এবং সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হল ফেইসবুকে টিউনগুলি সেয়ার করা। যাতে সাবাই টিউনটি সমন্ধে তাড়াতাড়ি অবগত হতে পারে। আর তাছাড়া ফেসবুকের সব বন্ধুরা কিন্তু টেকটিউনস পড়ে না। তাই সেক্ষেত্রে টিউনগুলি ফেইসবুকে সেয়ার করলে তারাও টেকটিউনসগুলি পড়তে আগ্রহী হতে পারে।
Customer support service by UserEcho
তবে ব্যক্তিগতভাবে শেয়ারের জন্য একটি বাটন আমিও খুব মিস করি। টিটি টেকনিক্যাল টিমের দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ।