Your comments

ও! ধন্যবাদ ভাইয়া। প্রথমে ঠিক ছিল। পরে আর আমি লক্ষ্য করিনি। এরপর থেকে সজাগ থাকব। ধন্যবাদ
অপেক্ষায় আছি টেকটিউনসের মডারেটরদের পদক্ষেপের । হাহাহা... আপনার এসব রিপোর্ট নিয়ে ভাবার তাদের টাইম নাই।। তবুও দেখি... :-D
আপনাদের প্রতি সম্মান রেখেই কমেন্ট করতেছি। 
যে টিউন এবং অভিযোগ গুলো আমার নামে উল্লেখ করেছেন সেগুলোর উত্তরই দিচ্ছি। আরও কোন অভিযোগ থাকলে উল্লেখ করবেন সেগুলোর উত্তরও দিব আশা করছি।
১। ময়না কথা কয়না। কিন্তু কথা বলবে আপনার কম্পিউটার (শুধু নতুনদের জন্য)
আচ্ছা টেকটিউনসে তো বলা আছে কপি পেস্ট টিউন করা যাবেনা। কিন্তু নীতিমালায় কি বলা আছে যে একি টপিকস নিয়ে লেখা যাবেনা। আপনার ধারাভাষ্যের সাথে একটা ব্যাপার মিলে যাচ্ছে। যেমনঃ বাজারে এক কোম্পানি লজেন্স বের করে ফেললে আর কোন প্রতিষ্ঠান লজেন্স উৎপাদন করতে পারবেনা। কিন্তু না দুনিয়ার কোথাও এমন নীতিমালা নেই। কারণ এমন নীতিমালা বের হলে সবাই আমরা নীতিমালা প্রনেতাকে বদ্ধ পাগল নামে আখ্যায়িত করব। অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠানের লজেন্স আছে কিন্তু সেগুলো খেতে সামান্য আলাদা স্বাদের লাগে, প্যাকেটটা অন্য ডিজাইনের, দামও পার্থক্য হয়।
আমার এই টিউনটাও সেরকমই। অর্থাৎ নীতিমালায় যেহেতু বলা ছিল না যে ওই টপিকস নিয়ে টিউন করা হয়েছে ওটা নিয়ে আর টিউন করা যাবেনা তাই টিউনটা করেছি। আচ্ছা তারপরও আপনি বললেন আমি টিউনটা নাকি কপি পেস্ট করছি। আসলে কপি পেস্টের সঙ্গাটা সম্ভবত আপনার আর আমার কাছে ভিন্ন হচ্ছে। এজন্যই আপনার মনে এমন ধারণা এসেছে। আমার কাছে কপি পেস্ট টিউন মানে এমন টিউন যেখানে অন্য যায়গা থেকে মাউস দিয়া কপি মেরে এখানে শুধু পেস্ট করে নিজের নামে চালিয়ে দেওয়া। আমার কাছে আসলে কপি পেস্টের সংজ্ঞা এটাই। আপনার সংজ্ঞাটা জানাতে ভুলবেন না। আমিতো অনলাইনে ঘেঁটে ঘুঁটে টপিকস নির্বাচন করে সেটার উপরে আগে নিজের ভাষায় ব্রিফিং এর মত কথা বাতরা লিখি। সেগুলো কি কোথাও থেকে চুরি করেছি নাকি একটু জানাবেন। আমি জানি ওগুলা মাথা দিয়াই পয়দা করছি। আমিতো বিল গেটস না যে কম্পিউটারের নতুন একটা সফটওয়্যার বানায় সেটা নিয়ে টিউন লিখব। আর সেরকম হলে টিটিতে কি পড়ে থাকতাম??? আপনার COMPUTER এবার কথা বলবে টিউনটা লিখেছেন Mutaher Ahmed Shakil নামের এক ভাই ১ বছর ১ মাস আগে। ভালো কথা। তিনি এক ভাবে লিখলেন। তারপর আমিও লিখলাম কিন্তু মূল জিনিস এক হলেও উপস্থাপনা তো আলাদা। অর্থাৎ কোডিং টা এক হলেও আমাদের দুজনের উপস্থাপনা আলাদা। আর আমিতো এটা আরেক জায়গায় শিখেছি তারপর টিউন টা করেছি। নাকি কম্পিউটারে নতুন Speech সফটওয়্যার বানিয়ে তারপর সেটার কোড দিয়ে আমাকে টিউন করতে হবে? আপনার ভাষ্য মতে সেটাই মনে হচ্ছে। গুগলে আপনি কোন কিছু শেখার জন্য যখন সার্চ দিবেন তখন কোটি কোটি রেজাল্ট পাবেন। আপনি যেটা শিখতে চাচ্ছেন সেটার মেথড কিন্তু সর্বোচ্চ হলেও ১০-১৩ টা হবে। কিন্তু পোস্ট বের হচ্ছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি। তাঁর মানে কি??? এক মেথড নিয়েই হয়ত কয়েক শ জন পোস্ট করেছেন। কিন্তু উপস্থাপনা একেক জনের একেক রকম। মনে রাখবেন মেথড জানা থাকলেই সেটা কাউকে শেখাতে পারবেন না। কাউকে কিছু শেখাতে উপস্থাপনা দক্ষতা মূল ভূমিকা রাখে। 

২। http://www.techtunes.com.bd/news/tune-id/304315
এই টিউনটা ব্যাখ্যা দিতে তো আমার হাসি পাচ্ছে। সেখানে আপনি বলেছেন আমি নাকি কোন সাইট থেকে টিউন নিজের নামে চালাই, উদাহরন হিসেবে এই টিউন উল্লেখ করেছেন। আবার আরও বলেছেন আর এইসব টিউনে নাকি আমি নিজের সাইটের লিংক দেই। আমি লিংক দেই নিজের লেখা টিউনে। কারণ সেটা দেওয়ার অধিকার আমি টিটির কাছে পেয়েছি। কিন্তু আপনার কি চোখে কোন ডিস্টার্ব আছে নাকি আমার জানা নেই। এই নিউজ বিষয়ক টিউনটার নিচে যে সূত্রঃ কালের কন্ঠ লেখা আছে লিংক সহ এটা কি দেখেন নি???????? আর এই টিউনে আমি আমার ব্লগের লিংক দিয়েছি???? আসলে কোন জিনিস দেখতে হলে চোখ খুলে দেখতে হয় বন্ধ করে নয়। অনেক গুরুত্বপূর্ণ টেকনোলোজি বিষয়ক নিউজ থাকে পত্র পত্রিকায়। সেগুলো এরকম প্লাটফর্মে শেয়ার করা হয়ে থাকে। এতে সবারই উপকার হয়। আর এসব নিউজ টিউনের নিচে পেপারের নাম উল্লেখ করতেই হয়। নয়ত আবার বলবেন গাঁজাখুরে নিউজ করেছেন???? আর আপনি কি বলতে চাচ্চেন নিউজও আমাকে নতুন করে লিখতে হবে??? আরেহ ভাই নিউজও যদি আমি নিজেই লিখি তাহলে তো কোন নিউজ পেপারেই চাকুরী করতাম। আবার এটা ভাববেন না যে নিউজ লিখতে পারিনা। এই বয়সেও ইউনিসেফ-বিডি নিউজ ২৪ ডট কমের পৃষ্ঠপোষকতায় ১ বছর শিশু সাংবাদিকতা করেছি। তাহলে ভাবার কোন কারণ নেই নিউজ লেখার দক্ষতা নেই।

৩। দুইটা টিউন উল্লেখ করেছেন তাই দুইটার ব্যাখ্যাই দিলাম। ব্যাখ্যা ছোট হয়ে গেল তাই দুঃখিত। কারণ এর বড় লিখে বেকার সময় নস্টই। অল্প সময়ে সাইট জনপ্রিয় হওয়া দেখলে কি হিংসা হয়???? আরেহ শুনেন টেকটিউনসে যখন নতুন এসেছিলাম তখন লেখায় নানাভাবে স্প্যামিং করতাম। টেকটিউনস সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। তাঁরা আমাকে মেইল করে করে শিখিয়ে দিয়েছে ক্রেডিট লিংক কিভাবে দিতে হয় আর মান সম্মত টিউন করতে প্রেষনা দিয়েছে। আর সেকারণেই আজ এই পজিশনে। আর আমরা মানুষ হিসেবে সবাই জানি সমাজে কিছু এমন লোক আছেইইইইই যারা শুধু এমন কথাবার্তা বলেই। আপনি আমার সমালোচনা করলেন। এটা দোষের নয়। আমিও আগ্রহের সাথে আপনার টিউনার প্রোফাইলে ঢুকে হতাশ হলাম। টিউনার হয়েছেন  1 বছর 5 মাস আগে। কিন্তু টিউন একটিও করেন নি। ফলে আপনার টিউন এর সমালোচনা করার সুযোগই পেলাম না। সম্ভবত টিউন না করেও আপনার টিউনার আইডির বয়স নিয়ে বড়াই করছেন। হাহাহা।।ভাইজান টেকটিউনসে এসেছি ২ বছর ৫ মাস আগে। এখন বলবেন আমি ফাও ভাব মারতাছি??? ব্লগার মারুফ নামে যেদিন নিজেকে প্রকাশ করেছি সেদিন থেকে এই নতুন আইডি ইউজ করতেছি। কিন্তু আমার আগের আইডি লিঙ্কঃ http://www.techtunes.com.bd/tuner/marufrangpur দিলাম দেখে নিয়েন। আরেকটা কথা শুনুন টেকটিউনসে কোন টিউনার বেতন ভুক্ত নয়। তাই এখানে প্রায় সবাই তাঁর নিজের ব্লগের লেখা টিটিতে প্রকাশ করে তাই টিউনের নিচে নিজের ব্লগের লিংক দেয়। আর তাঁর অনুমতি আছে। সেজন্যই সবাই দেয়। টিউনের নিচে সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম লেখার অনুমতি আমি টেকটিউনস থেকে পেয়েছি। সো আপনার গলাবাজি দেখে আমার কোন কাজ নেই। আপনি কেন আমার বিরুদ্ধে নেমেছেন আর আপনি কে সবই জানি তবুও ভদ্রভাবেই বিশ্লেষণ দিলাম।

*আপনি এই কমেন্ট পড়ুন আর নাই পড়ুন টেকটিউনসে এডমিন ভাইয়াদের পড়ার অনুরোধ জানাচ্ছি*

অন্যরা তো ঢুকতে পারছে। 
ও, আমার বুঝতে ভুল হয়েছিল তাহলে। কিন্তু এভাবে সে আমার নাম এবং পিকচার ব্যবহার করে অন্যদের টিউনে যে কমেন্ট করছে এতে তো আমার সমস্যা হবে। আমি আপনাদের সর্বোচ্চ সহায়তা কামনা করি। ধন্যবাদ