0
Completed
Green Spider আমাকে ব্ল্যাক মেইল করছে। কিছু করুন।
টিটিতে কিছুদিন আগে নতুন আইডি Green Spider ব্যাপক আলোচিত হয়। মানুষের সাথে অশ্লীল ভাষায় বাক বিতন্ডা হয়। টিটির প্রত্যকে তাঁর উপরে চরম ক্ষ্যাপা। শুধু আমি না বেশ কয়েক জন গ্রীন স্পাইডার কে ব্যান মারার জন্য পোস্ট দিতে থাকে। সম্ভবত এখন তাঁকে ব্যান মারা হয়েছে। কিন্তু সে আমাকে টার্গেট করেছে। ফেসবুকে চরম কুরুচিপূর্ণও ভাষায় ব্ল্যাকমেইল মেসেজ পাঠাচ্ছে। টেকটিউনসে আজ আবিষ্কার করলাম সে আমাকে ফাঁসাতে তাঁর সেই ব্যান মারা আইডিতে গ্রাভাটারে আমার প্রোফাইল পিকচার দিয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। টেকটিউনসে অনেক বড় টিউনার হওয়ার স্বপ্ন বুনেছি। এই নিরাপত্তাহীনতায় টেকটিউনসে থাকা আমার জন্য ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্লিজ, বিশেষ অনুরোধ করে বলছি আমাকে কোন পরামর্শ, অথবা কোন ব্যবস্থা নিন। প্লিজ... নতুবা আমাকে সাইবার নিরাপত্তা হেল্পলাইনের সাহায্য নিতে হবে।
Customer support service by UserEcho
ধন্যবাদ।