0
Completed

Green Spider আমাকে ব্ল্যাক মেইল করছে। কিছু করুন।

ব্লগার মারুফ 10 years ago updated by Techtunes (Techtunes) 10 years ago 4
টিটিতে কিছুদিন আগে নতুন আইডি Green Spider ব্যাপক আলোচিত হয়। মানুষের সাথে অশ্লীল ভাষায় বাক বিতন্ডা হয়। টিটির প্রত্যকে তাঁর উপরে চরম ক্ষ্যাপা। শুধু আমি না বেশ কয়েক জন গ্রীন স্পাইডার কে ব্যান মারার জন্য পোস্ট দিতে থাকে। সম্ভবত এখন তাঁকে ব্যান মারা হয়েছে। কিন্তু সে আমাকে টার্গেট করেছে। ফেসবুকে চরম কুরুচিপূর্ণও ভাষায় ব্ল্যাকমেইল মেসেজ পাঠাচ্ছে। টেকটিউনসে আজ আবিষ্কার করলাম সে আমাকে ফাঁসাতে তাঁর সেই ব্যান মারা আইডিতে গ্রাভাটারে আমার প্রোফাইল পিকচার দিয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। টেকটিউনসে অনেক বড় টিউনার হওয়ার স্বপ্ন বুনেছি। এই নিরাপত্তাহীনতায় টেকটিউনসে থাকা আমার জন্য ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্লিজ, বিশেষ অনুরোধ করে বলছি আমাকে কোন পরামর্শ, অথবা কোন ব্যবস্থা নিন। প্লিজ... নতুবা আমাকে সাইবার নিরাপত্তা হেল্পলাইনের সাহায্য নিতে হবে। 
Under review
আপনার আইডি হ্যাক হয়নি blogger_marufdoggy নামে আইডি খুলে আপনার টিউনার পিকচার ব্যবহার করা হয়েছে। টেকটিউনস থেকে উক্ত আইডি ব্যান করা হয়েছে। আপনি নিয়মিত মানসম্মত টিউন করুন। টেকটিউনসে অন্যের টিউনে গঠনমূলক টিউমেন্ট করে উৎসাহিত করুন। নিজেকে একজন সফল টিউনার হিসেবে প্রতিষ্ঠিত করুন।

ধন্যবাদ।
ও, আমার বুঝতে ভুল হয়েছিল তাহলে। কিন্তু এভাবে সে আমার নাম এবং পিকচার ব্যবহার করে অন্যদের টিউনে যে কমেন্ট করছে এতে তো আমার সমস্যা হবে। আমি আপনাদের সর্বোচ্চ সহায়তা কামনা করি। ধন্যবাদ 
টিউনারের আইডি বাতিল ও সকল টিউমেন্ট অপসারণ করা হয়েছে।