Your comments

১.০১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রাধান্য পাবে।


টেকটিউনসে টিউন ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। 

http://www.techtunes.com.bd/terms


http://www.techtunes.com.bd/terms টেকটিউনস নীতিমালা অনুসরণ করে টিউন করুন। ধন্যবাদ

১.০১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।

১.১২ অর্ধেক টিউন করে বাকি টিউন পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ টিউন করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে টিউন করা যাবে।

১.১৭ রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে টিউনে কোন প্রকার অ্যাফিলিয়েট লিংক, ইউআরএল শর্টেনার বা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। শুধুমাত্র টেকটিউনস বান্ধব ‘নন-অ্যাফিলিয়েট ফাইল হোস্ট’ ও ‘নন-অ্যাফিলিয়েট লিংক ও সর্টলিংক’ ব্যবহার করুন। টেকটিউনস বান্ধব ও টেকটিউনস নিষিদ্ধ ফাইল হোস্ট, লিংক ও সর্টলিংক এর পূর্ণ তালিকা এখান থেকে দেখে নিন।


টেকটিউনস নীতিমালা অনুসরণ করে টিউন করুন। ধণ্যবাদ

টেকটিউনস সব সময় ইউনিক টিউন করতে উৎসাহ প্রদান করে থাকে টিউনারদেরকে। আপনার টিউনটি নীতিমালা বিরোধী হত্তয়ার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
টেকটিউনস এর নীতিমালা অনুসরণ না করার কারণে টিউনটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ব্লগ সাইটে প্রযুক্তি নির্ভর টিউন একান্তভাবে কাম্য।
আপনি টিউন করা শুরু করুন। এডমিন পরবর্তীতে নিয়মিত টিউন হলে সেটি আশাকরি চেইন করে দিবেন।
আপাতত টিউনটি স্থগিত করা হয়েছে। ধন্যবাদ
আপনি একাউন্ট এ লগইন করে Dashboard এ গিয়ে দেখবেন টিউনার স্ট্যাটাস  অপশন রয়েছে। সেখানে নতুন স্ট্যাটাস এবং আপডেট স্ট্যাটাস রয়েছে। কোন কারণে মেনু পাত্তয়া না গেলে দেখবেন সেটি ছোট করে রাখা হয়েছে কিনা।হলে টিউনার স্ট্যাটাস লেখার পাশে তীর চিন্হে ক্লিক করুন। ধন্যবাদ।
নিজের করা টিউমেন্ট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেমন টিউমেন্ট করার ৫ মিনিট পর্যন্ত সম্পাদনার একটি ব্যবস্থা রাখা যেতে পারে যেন টিউমেন্ট সম্পাদনার সুযোগের অপব্যবহার না হয়। তবে নিজের টিউনের অন্যের টিউমেন্ট সম্পাদনা সুযোগ দেয়া সমিচিন হবে না এতে অপব্যবহারের যথেষ্ঠ ঝুঁকি থাকবে।