+3
Completed

আমার টিউন কেন ডিলিট করা হল ২ বার ?

Mithun Chowdhury 12 years ago updated by সাইফুল ইসলাম 12 years ago 8

এই টিউনটি ডিলিট করার কারন কি কিছুই বুঝাল্ম । দু দু বার পোস্ট করলাম ... কিন্তু কি কারনে ডিলিট করা হল কিছুই বুঝতে পারলাম না - http://www.omedulogy.com/tt.htm

টিউনটি অনেক খুঁজে আর অনেক ইনফো দিয়ে বানাওর চেস্তা করেছি ৩-৪ দিন ধরে । শুধু এটুকু জানাবেন - কি কারন ে ডিলিট করলেন টিউনটি। 

Answer

Answer
Completed

প্রিয় টিউনার,

বিশেষ বিবেচনায় আপনার টিউনটি পূনঃপ্রকাশ করা হল।



ধন্যবাদ। 

মেতে উঠুন প্রযুক্তির সুরে !

১.০১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রাধান্য পাবে।


টেকটিউনসে টিউন ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন। 

http://www.techtunes.com.bd/terms


http://www.omedulogy.com/tt.htm - লিঙ্ক টিতে যে পোস্টটি দেওয়া আছে আপনার কি তাই মনে হয় যে এটা নৈতিক নয় ? সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও না?  তাই যদি হয় তাহলে প্রতিবেদন ক্যাটাগরির নিচে যেই পোস্ট গুলো আছে সেগুল কত গুলো প্রজুক্তির মান সম্পন্ন ?
উদাহরন হিসাবে - 
http://www.techtunes.com.bd/reports/tune-id/175580
http://www.techtunes.com.bd/reports/tune-id/174650
http://www.techtunes.com.bd/reports/tune-id/173708
 এই টিউন গুলি প্রযুক্তির কোন ধারায় আসে ? জানালে ভাল হতো। 

টেকটিউনসে টিউন ও মন্তব্য করার পূর্বে অবশ্যই নিচের নীতিমালা মেনে চলুন।

http://www.techtunes.com.bd/terms


১.২৪
অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো ছবি, তথ্য ও লেখা প্রকাশ করা যাবে না।

এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।




অনৈতিক ? অশ্লীল ? কপি রাইট ? - আপনাদের কেন এমন মনে হল এটা আমি কিছুই বুঝতে পারলাম না । সত্যি অদ্ভুত ! সায়েন্স যে অনৈতিক আর অশ্লীল হয় আগে জানতাম না! আর কপি রাইট আইনেও আসেনা । কারন এটা একটা প্রতিবেদন , এটা যে কেউ শেয়ার করার আধিকার রাখে। http://newswatch.nationalgeographic.com/2012/12/17/top-ten-weirdest-stories-of-2012/

আসলে তানা , কিছু কারন বের করতেই হবে খুঁজে , নাহলে যে হার মানেতে হবে । 

চলুন মেনে নিলাম আমার টিউনটি আপনার নিতিমালার মধ্যে আসেনা । কিন্তু ওই তিনটি টিউনের বাপারে কেন এমন হল না ? অগুলি কি কোন ক্ষেত্রে প্রযুক্তির কোন ধারায় আসে ?
যুক্তি দিয়ে বোঝান, আপনাদের নিতিমালর এক একটি লাইন আমর ভাল করে মুখস্ত। 

একটি টিউন moderate বা ডিলিট করতে আপনাদের ১৫ - ৩০ মিনিট ও লাগে না, কিন্তু একটা প্রস্নের উত্তর দিতে এত সময় লাগে কেন ?
তাই আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা না করে থাকতে পারলাম না - http://www.techtunes.com.bd/reports/tune-id/175737 এই টিউনটি আওপ্নাদের কাছে নৈতিক, সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত বলে কেন মনে হল ?

উত্তর তা না হয় আমিই দিয়ে দেই - কারন tunerpage.com সাইটি আপনাদের প্রতিদ্বন্দ্বী। তাদের বাপারে যত কুৎসা লটবে , ততটাই আপনাদের visitor বারবে আর পাশাপাশি ad এর ব্যবসাটাও চরমে উঠবে। কি তাই না ?

"ভুলেও এই পেজ ডিলিট বা আমায় ব্যান করবেন না, সব গুলো কমেন্ট আর টিউন html এ সেভ করা আছে " 

Answer
Completed

প্রিয় টিউনার,

বিশেষ বিবেচনায় আপনার টিউনটি পূনঃপ্রকাশ করা হল।



ধন্যবাদ। 

মেতে উঠুন প্রযুক্তির সুরে !

ধন্যবাদ আপনাকেও , কিন্তু এই ভুল সিধান্তর জন্যে আজ আমি যত মেম্বেরের Visit আর কমেন্ট থেকে বঞ্ছিত হলাম সেটার খেসারত কে দিবে ? 

আপনি টিউনটি নতুনভাবে প্রকাশ করতে পারেন। নতুন করে প্রকাশ করলে পূর্ববর্তী টিউনটি স্থাগিত করা হবে।

এতক্ষণে করাও হয়ে গেছে । কিন্তু একটাই আনুরুধ আপনাদের কাছে , কিছু করার আগে একটু বিবেচনা করে করবেন।