Your comments

কমেন্টে ref= দিতে গেছেন, এটা যেকোন ইন্টারনেট বুঝে এমন কেউ ই বুঝবে কোন সাইটের রেফারার লিঙ্ক দিছেন, যেটা "যদিও নীতিমালা মেনেই টিউন করি।" এই কথা টার পুরো উলটো। নীতিমালা বহির্ভুত কাজ। নীতিমালা গুলো আরেক বার দেখে নেন প্লিজ
Mumbai 125 KM 3D Full Movie


এটা টেকটিউন্সের পোস্ট বিশ্বাস হচ্ছিলো না আমার
ভাইয়া একবার নিয়ম ভেঙ্গে শিক্ষা তো পেলাম। এ ভুল আবার কোন সাহসে করি বলেন। আর যেহেতু আপনারা আছেন, সেক্ষেত্রে টেকটিউন্স এর পরিবেশ নষ্ট করার সুযোগ পাবো কই, যদি করি তখন নাহয় একেবারেই ব্যান করবেন। তবে আমার দিক থেকে বলতেছি, এ  রকম কিছু আর হবে না। আম ইনস-আল্লাহ ভালো কিছু দিতে পারবো আশা করতেছি। একটা সুযোগ দেবার আবেদন রইলো। 
কারন উপরে উল্লেখ করতে না পারার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত। আমি আমার সর্বশেষ পোস্ট এ বিজ্ঞাপন এর মাধ্যমে নিজের ওয়েবসাইট থেকে কিভাবে আয় করা যায় তা লিখেছিলাম। এক্ষেত্রে বিজ্ঞাপন সংস্থার লিঙ্ক হিসেবে এফিলিয়েট লিংক ব্যাবহার করি যা টেকটিউনস নীতিমালা ১.১৪ বিরোধী। বর্তমানে আমি সকল নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারনা রাখি এবং ভবিষ্যতে এমন ভুল হবে না মর্মে আমার টিউনার শীপ ফেরত দেবার জন্য টেকটিউনস মডারেটর প্যানেল এর কাছে আবেদন জানাচ্ছি। আমার আবেদন গ্রহন করা হলে কৃতজ্ঞ থাকবো । 
-- আমি নিজ থেকে টেকটিউনস নীতিমালা ভঙ্গের বিষয় বুঝতে পেরেছি এবং টেকটিউনসের অনন্যা সকল নীতিমালা সম্পর্কে অবগত হয়েছি। আমি সম্মতি জানাছি যে আমার টিউনারশীপ ফেরত দেওয়া হলে আমি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গ হয় এমন কোন কাজ আমার টিউন ও টিউনে প্রকাশ পাবে না। যদি পুনরায় কোন নীতিমালা ভঙ্গ হয় তবে টেকটিনস থেকে স্থায়ী ভাবে আমার সকল টিউন স্থগিত ও টিউনারশীপ স্থগিত করা সহ যে কোন ব্যবস্হা গ্রহণ করতে পারবে।