0

যেকোন টিউন Published করতে গেলেই Forbidden word(s) in content: ref= লেখা আসে। ‍যদিও নীতিমালা মেনেই টিউন করি।

Sanem Mahbeer Fahad 11 years ago updated by anonymous 11 years ago 1
আমার টিউনার আইডি: Shining Man Fahad (সানিম মাহবীর ফাহাদ).
আমার যেকোন টিউন Published করতে গেলেই Forbidden word(s) in content: ref= লেখা আসে। যদিও নীতিমালা মেনেই টিউন করি। কোন শব্দ যদি নীতিমালার বায়রে থাকে তাহলে সেটা চিনিয়ে দেওয়া উচিৎ। আমি তন্ন তন্ন করে প্রত্যেকটি ওয়ার্ড খুঁজে দেখেছি কিন্তু নীতিমালার বায়রে কিছু পাইনি। আমার তিনটি টিউন ড্রাফটে আছে একই জাতীয় সমস্যার কারনে। প্রথম যে টিউনে এই সমস্যা হয়েছিল সেটা পরবর্তি সময়ে কোন প্রকার সম্পাদনা ছাড়ায় প্রকাশিত হয়েছে কিন্তু পরবর্তিগুলো কোন ভাবেই প্রকাশ করতে পারছিনা। প্লিজ আমাকে হেল্প করেন।
আমার দুটি টিউনের লিংক দিচ্ছি পারলে প্রকাশ করে দিবেন।
১. http://www.techtunes.com.bd/?p=317010&preview=true
২. http://www.techtunes.com.bd/?p=304934&preview=true
কমেন্টে ref= দিতে গেছেন, এটা যেকোন ইন্টারনেট বুঝে এমন কেউ ই বুঝবে কোন সাইটের রেফারার লিঙ্ক দিছেন, যেটা "যদিও নীতিমালা মেনেই টিউন করি।" এই কথা টার পুরো উলটো। নীতিমালা বহির্ভুত কাজ। নীতিমালা গুলো আরেক বার দেখে নেন প্লিজ