Your comments

এই সমস্যাটি কিছু টিউনারের দেখা গিয়েছে। আপনি ছবি গুলো পুনরায় আপডেট করে দিন। ধন্যবাদ আপনাকে।

 

 টেকটিউনসে টিউনারের নিজের টিউন মুছে ফেলার অপশন নেই। ধন্যবাদ আপনাকে।

টেকটিউনসের মোবাইল ভার্সন ইতোমধ্যেই বিদ্যমান http://mobi.techtunes.com.bd ধন্যবাদ।

প্রিয় টিউনার,

নির্দেশনা সত্ত্বেও টিউনটিতে টিউনারের নিজের ও অন্য টিউমেন্টরদের আচরণ সংযত না থাকায় টিউনটি স্থিগিত করা হয়েছে। টেকটিউনস থেকে সর্বপ্রকার সহযোগিতা করা সত্ত্বেও টিউনে আক্রমনাত্তক, উদ্দেশ্যপূর্ণ ও কলহপূর্ণ পরিবেশ অব্যাহত থাকে এবং কালঅন্তর তা তরাণ্বিত করা হয়।


টেকটিউনস সবসময়ই টিউনদের প্রাধান্য দেয় এবং টিউনারদের সর্বাত্বক সহযোগিতা করায় সদা সচেষ্ট। টিউনটি যেহেতু টেকটিউনসের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করছে এবং টিউনারকে সহযোগিতা করা সত্ত্বেও এর মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে তাই তা স্থগিত হিসেবে বহাল থাকবে।


আপনাকে অনুরোধ আপনি আবার আরও নতুন বিষয় নিয়ে টিউন করুন। আশা করি আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।


ধন্যবাদ।

প্রিয় টিউনার,

বিশেষ বিবেচনায় আপনার টিউনটি পূণরায় প্রকাশ করা হয়েছে। 

টেকটিউনস প্রযুক্তি সংক্রান্ত একটি সাইট হওয়ার সবসময়ই আশা করে টেক রিলেডেট বিষয়গুলি সেয়ার করতে। এক্ষেত্রে শুধুমাত্র সায়েন্স-ফিকশন মুভিগুলি টেকটিউনস এ সেয়ার করা যেতে পারে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালার অন্যান্য নীতি অনুসারে।
উল্লেখ্যঃ আপনার টিউনটিতে শুধুমাত্র একটি সায়েন্স ফিকশন মুভি ছিল।
টেকটিউনস আপনার কাছ থেকে আরও দারুন দারুন সায়েন্স ফিকশন মুভির রিভিউ আশা করে। 

মেতে উঠুন প্রযুক্তির সুরে
ধন্যবাদ।

 প্রিয় টিউনার টেকটিউনসের সকল নতুন চেইন টিউন প্রক্রিয়াধীন রয়েছে। কিছু কারিগরি উন্নয়নের জন্য বিলম্ব হচ্ছে। খুব শীঘ্রই চেইন টিউনারদের সকল টিউন চেইন এ যুক্ত হবে।