0
Completed
আমার টিউন আনপেন্ডিং করতে চাই
আমার মুভি বিষয়ক টিউন আবার পেন্ডিং এ গেছে। লিঙ্কঃ http://www.techtunes.com.bd/review/tune-id/131173
টেকটিউনস থেকে আমাকে নোটিশ দেওয়া হয়। বলা হয় যেন আর এরকম মন্তব্য না হয়। আমি সেটা পেয়ে মাত্র উনার রিপ্লাই দিচ্ছিলাম তখনই আবার পেন্ডিং এ চলে গেল আমাকে সংশোধনের সময় না দিয়ে।
যাইহোক আমার রিপ্লাই ছিলঃ "আর যেন কোন কুরুচিপুর্ন টিউমেন্ট না হয় সেদিকে আমি খেয়াল রাখব। কিভাবে টিউমেন্ট মর্ডারেশন করতে হয় তার নিয়ম দয়া করে আমাকে জানাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আর এরকম মন্তব্য হবে না।"
এই রিপ্লাই লিখে মাত্র পোস্ট দিব, তখনই দেখি স্থগিত হই গেছে। এইটা কেমনে এখন অ-স্থগিত করব? প্লিজ তাড়াতাড়ি উত্তর দিবেন :-)
Customer support service by UserEcho
প্রিয় টিউনার,
নির্দেশনা সত্ত্বেও টিউনটিতে টিউনারের নিজের ও অন্য টিউমেন্টরদের আচরণ সংযত না থাকায় টিউনটি স্থিগিত করা হয়েছে। টেকটিউনস থেকে সর্বপ্রকার সহযোগিতা করা সত্ত্বেও টিউনে আক্রমনাত্তক, উদ্দেশ্যপূর্ণ ও কলহপূর্ণ পরিবেশ অব্যাহত থাকে এবং কালঅন্তর তা তরাণ্বিত করা হয়।
টেকটিউনস সবসময়ই টিউনদের প্রাধান্য দেয় এবং টিউনারদের সর্বাত্বক সহযোগিতা করায় সদা সচেষ্ট। টিউনটি যেহেতু টেকটিউনসের সুষ্ঠু পরিবেশ ব্যাহত করছে এবং টিউনারকে সহযোগিতা করা সত্ত্বেও এর মূল উদ্দেশ্য ব্যাহত হয়েছে তাই তা স্থগিত হিসেবে বহাল থাকবে।
আপনাকে অনুরোধ আপনি আবার আরও নতুন বিষয় নিয়ে টিউন করুন। আশা করি আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।
ধন্যবাদ।
নির্দেশনা সত্ত্বেও টিউনটিতে টিউনারের নিজের ও অন্য টিউমেন্টরদের আচরণ সংযত না থাকায় টিউনটি স্থিগিত করা হয়েছে।
-নির্দেশনা পাওয়া মাত্র আমি বন্ধ করে দিয়েছিলাম। এমন কি আমি টেকটিউনসকে একটি উত্তরও লিখেছিলাম। কিন্তু উত্তরটি সেন্ড এ দেওয়া মাত্র দেখতে পাই টিউনটি পেন্ডিং। তারমানে কি এই যে আপনারা নির্দেশনার পর বিন্দু মাত্র সময়ও দেবেন না? আমরা তো রোবট বা কম্পিউটার না।
আপনে না একটা বিদায়ী টিউন দিছিলেন?
হ্যাঁ ঠিক বলেছেন
নির্দেশনা সত্ত্বেও টিউনটিতে টিউনারের নিজের ও অন্য টিউমেন্টরদের আচরণ সংযত না থাকায় টিউনটি স্থিগিত করা হয়েছে।
-নির্দেশনা পাওয়া মাত্র আমি বন্ধ করে দিয়েছিলাম। এমন কি আমি টেকটিউনসকে একটি উত্তরও লিখেছিলাম। কিন্তু উত্তরটি সেন্ড এ দেওয়া মাত্র দেখতে পাই টিউনটি পেন্ডিং। তারমানে কি এই যে আপনারা নির্দেশনার পর বিন্দু মাত্র সময়ও দেবেন না? আমরা তো রোবট বা কম্পিউটার না।
vi jaan ami 1ta 10" TAB kinte chaii... 1to janaben plz kon pruduct ta reasonable price er moddhe valo hobe....??