0
Completed

টিউন এবং কমেন্ট পেন্ডিং করা প্রসঙ্গে

tech_no 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 0
এডমিনের কাছে আবার প্রশ্ন, কিছু দিন আগে আমার মুভি বিষয়ক(৫টা মুভি রিভিউ+ডাউনলোড লিঙ্ক) টিউন পেন্ডিং করা হয়েছিল। কারন জিজ্ঞেস করলে বলা হয় সেটি ছিল নন টেকি। তারপর কয়েকদিন আগে টিটিতে আরও একটা "নন টেকি মুভি বিষয়ক" টিউন পাই। তখন আমি জিজ্ঞেস করায় আমাকে Mahbub Alam ভাই উত্তর দেন সেখানে বেশ কিছু পপুলার মুভি আছে এবং টিউনার নিউ। একারনে কিছু করা হয়নি। উনার কথা মত বুঝলাম "কারনগুলো"। আজকে আবার ঢুকে দেখি আরেকটা মুভি নিয়ে টিউন। এখানে সেরকম "পপুলার" মুভিও পাইলাম না। টিউনারও "নিউ" না। তাহলে কেন এটা পেন্ডিং করা হল না। কিন্তু আমারটা করা হল? এই টিউনে শুধু মুভির নাম এবং ডাউনলোড লিঙ্ক আছে। কিন্তু আমারটায় মুভির নাম, রেটিং, নিজে কষ্ট করে লেখা রিভিউ, ডাউনলোড লিঙ্ক সবই ছিল। তারপরেও বুঝতে পারলাম না কীজন্য আমারটা পেন্ডিং। একটা রিজন অনুমান করতে পারছি। যেই ভাইয়া আমারটা পেন্ডিং করেছেন টিটিতে উনি সম্ভবত হাতে গোনা কয়েকটা ইংলিশ মুভি দেখেছেন। যে কারনে আমার ১৯৮৬ সালের টম ক্রুজের বিখ্যাত মুভিটাকেও উনার কাছে "পপুলার" মনে হয় নি।
তবে যেহেতু আমি ১০০% সিউর না, রেস্পেক্টেবল এডমিন ভাইয়াদের কাছ থেকে যথোপযুক্ত উত্তর আশা করছি।
মুভি বিষয়ক টিউনেরলিঙ্কঃ  http://www.techtunes.com.bd/download/tune-id/143285 
*আমার টিটিতে এখন লেখা বন্ধ ভয়ে, কখন না ২/৩ দিন কষ্ট করে লেখা টিউন বিনা নোটিশে পেন্ডিং এ চলে যায়......

এবার কমেন্ট প্রসঙ্গে: এই টিউনের শেষে আমার কমেন্ট ছিল। যুক্তিমূলক, গঠনমূলক, যেটা ফলো করলে টিউনার এর টিউনের মান উন্নত হত। সেই কমেন্টও ডিলিটেড। টিউনের লিঙ্কঃ http://www.techtunes.com.bd/tech-fiction/tune-id/142178
আমার কমেন্টের স্ক্রিনশটঃ http://i.imgur.com/mL4Ju.jpg

আশা করি আমি এ সম্পর্কে যথোপযুক্ত উত্তর পাব।

Answer

Answer
Completed

প্রিয় টিউনার,

বিশেষ বিবেচনায় আপনার টিউনটি পূণরায় প্রকাশ করা হয়েছে। 

টেকটিউনস প্রযুক্তি সংক্রান্ত একটি সাইট হওয়ার সবসময়ই আশা করে টেক রিলেডেট বিষয়গুলি সেয়ার করতে। এক্ষেত্রে শুধুমাত্র সায়েন্স-ফিকশন মুভিগুলি টেকটিউনস এ সেয়ার করা যেতে পারে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালার অন্যান্য নীতি অনুসারে।
উল্লেখ্যঃ আপনার টিউনটিতে শুধুমাত্র একটি সায়েন্স ফিকশন মুভি ছিল।
টেকটিউনস আপনার কাছ থেকে আরও দারুন দারুন সায়েন্স ফিকশন মুভির রিভিউ আশা করে। 

মেতে উঠুন প্রযুক্তির সুরে
ধন্যবাদ।

Completed

প্রিয় টিউনার,

বিশেষ বিবেচনায় আপনার টিউনটি পূণরায় প্রকাশ করা হয়েছে। 

টেকটিউনস প্রযুক্তি সংক্রান্ত একটি সাইট হওয়ার সবসময়ই আশা করে টেক রিলেডেট বিষয়গুলি সেয়ার করতে। এক্ষেত্রে শুধুমাত্র সায়েন্স-ফিকশন মুভিগুলি টেকটিউনস এ সেয়ার করা যেতে পারে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালার অন্যান্য নীতি অনুসারে।
উল্লেখ্যঃ আপনার টিউনটিতে শুধুমাত্র একটি সায়েন্স ফিকশন মুভি ছিল।
টেকটিউনস আপনার কাছ থেকে আরও দারুন দারুন সায়েন্স ফিকশন মুভির রিভিউ আশা করে। 

মেতে উঠুন প্রযুক্তির সুরে
ধন্যবাদ।

Answer
Completed

প্রিয় টিউনার,

বিশেষ বিবেচনায় আপনার টিউনটি পূণরায় প্রকাশ করা হয়েছে। 

টেকটিউনস প্রযুক্তি সংক্রান্ত একটি সাইট হওয়ার সবসময়ই আশা করে টেক রিলেডেট বিষয়গুলি সেয়ার করতে। এক্ষেত্রে শুধুমাত্র সায়েন্স-ফিকশন মুভিগুলি টেকটিউনস এ সেয়ার করা যেতে পারে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালার অন্যান্য নীতি অনুসারে।
উল্লেখ্যঃ আপনার টিউনটিতে শুধুমাত্র একটি সায়েন্স ফিকশন মুভি ছিল।
টেকটিউনস আপনার কাছ থেকে আরও দারুন দারুন সায়েন্স ফিকশন মুভির রিভিউ আশা করে। 

মেতে উঠুন প্রযুক্তির সুরে
ধন্যবাদ।