Your comments

প্রিতম আপনার লেখা দেখে মনে হচ্ছে আপনি টেকটিউন্স এ নতুন। আপনি হয়তো জানেন না টেকটিউন্স এর পেন্ডিং লেখা সমূহ সাধারনত রিডায়রেক্টিং হয়। ঐ টিউনটা টেকটিউন্স  পেন্ডিং এ রেখেছে বলে ৪০৪ রিডায়রেক্টিং হচ্ছে। আপনি জায়গার উপর অনেক বড় মিথ্যা বল্লেন। এ থেকে প্রমান হলো যে আপনি শুধু লিখা কপি পাস্ট ই না, অনেক মিথ্যা ও বলেন! আপাকে আর নতুন করে কিছু বলার নাই। 
আমিও অপেক্ষায় আছি টেকটিউনসের মডারেটরদের পদক্ষেপের! আশাকরি বিষয়টি নিয়ে তারা অতি গুরুত্তের সঙ্গে দেখবেন। ভালো থাকুন #Abdullah Al Maruf
একটা কিংবা দুটাতে থাকতে পারে। কিন্তু ওনার মাক্সিমাম টিউনে সোর্স দেওয়া থাকে না, আর আপনি বলছেন সোর্স লিঙ্ক এর কথা! অনেক হাঁসি পাচ্ছে। :D L0L বরং আপনি মনে হয় পা-গোল হয়ে গেছেন :) #Christy Jackson
আমি Lokman84 এর সাথে একমত! মডেরেটর ভাইরা কি বিষয়টি নিয়ে ভাবছেন না???
আপনার কথা শুনে আমি অনেক অবাক হচ্ছি। আপনি আপনার পুরানো টিউন দেখলে নিজেই অবাক হবেন যে আপনি এর আগে কতো টাই না স্প্যাম করেছনে। আপনার অনেক টিউন ছিলো, কিন্তু টিটি তা বাতিল করে দিয়েছে আর না হলে আমি সেই গুলোর রেফারেন্স দিতে পারতাম। আপনার একটা টিউন ছিল "প্রযুক্তি কিভাবে মানুষকে হাশির পাত্র করেছে" পুরা টাইটেলটা ভালো ভাবে মনে না থাকায় আর দিতে পারলাম না। লিঙ্কটা টিটিতে অ্যাক্টিভ থাকলে হয়তো দিয়ে দিতাম। ঐ টিউনটা যারা যারা দেখেছে তারাই আমার কথার মর্ম বুঝবে। অইখানে আপনি যথেষ্ট পরিমানে স্প্যাম করেছেন। tech.priyo.com থেকে কপি করে নিজের ওয়েবসাইট এর সৌজন্যেঃ অথবা "সময় পেলে ঘুরে আসুন" ইত্যাদি দিয়েছেন। আপনার টিউন অনেক পাবলিশ হয় ঠিকই কিন্তু এগুলো অ্যাক্টিভ থাকে না :D অ্যাক্টিভ থাকলে অনেক রেফারেন্স দেওয়া যেতো। আপনি বল্লেন  যে আমি টিটিতে কয়দিন! আপনার এই কথাটা শুনে আমার অনেক হাঁসি পাচ্ছে। কারণ আপনি টিটিতে থাকা না থাকা বিষয়টাকে আইডি দিয়ে বিবেচনা করছেন। অর্থাৎ আমার আইডি কবে থেকে ইত্যাদি ইত্যাদি L0L! আপনি পড়ে খুশী হবেন যে টিটিতে অনেক ইউজার আছেন যে তারা টিটির শুরু থেকে আছে<< কিন্তু তাদের এখনো কোন আইডি নেই। টিউন করা আর না করাতে কখনই অ্যাক্টিভ ইউজার এর পরিচয় পাওয়া যায় না। আপনার বুজতে সমস্যা আছে। বিস্তারিত জানতে পারসনাল যোগাযোগ করুন। আর না হলে অনেক প্যারায় পড়ে যাবেন। :)
মডেরেটর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি আমার ইমেইল আইডি দিয়ে ফরগেট পাসওয়ার্ড দিলে এই এররটি দেখায় । এর সমাধান কি?
ERROR
: There is no user registered with that email address.