Your comments

আসলে গ্রভাটার রিইউজেবল বলে টেকটিউনস সিসটেমের নিজেস্ব টিউনার পিকচার বাদ দিয়ে গ্রাভাটার চালু করা হয়েছে। তবে এটা আর সহজ করলে মনে হয় আরও ভাল হবে। ধন্যবাদ আপনাকে।
এটি আসলে সমস্য নয়। টিউন রিপাবলিশ রোধ করার জন্য এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। আপনি আপনার পুরো টিউনটি কোড ভিউতে গিয়ে কপি করে নতুন টিউনে ক্লিক করে কোড ভিউতেই পেস্ট করে পাবলিশ করলেই সমাধান হবে। তবে এটি সহজ ভাবে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার কথা চিন্তা করা হবে।
মশিউর আমরা আপনার উত্তরের অপেক্ষায় আছি।
সমস্যাটির সমাধান করা হযেছে ধন্যবাদ।
প্রিয় মশিউর রহমান, আমরা আপনার sitetalk এর টিউন টি দেখেছি। টিউনটি রেফারাল আয়ের হওয়ায় এবং টেকটিউনস নীতিমালা ১.১২ http://techtunes.com.bd/terms/ অনুযায়ী দিক নির্দেশনা মূলক টিউন ছাড়া ফ্রিল্যানসিং এর রেফারাল টিউন হওয়ায় তা স্থগিত করা হয়েছে। আপনি ফ্রিল্যান্সিং নিয়ে খুবই ভাল কিছু ধারাবাহিক টিউন করেছেন। আর তাই টেকটিউনস টিউন গুলো সাইড ফিচার করেছে। সব ধারাবাহিক টিউন সাইড ফিচার করা হয় না। আপনার টিউনগুলো সাইড ফিচার হওয়ায় টেকটিউনস কমিউনিটি আপনাকে ফ্রিল্যান্সিং এর দিকনির্দেশক হিসেবে দেখবে এটাই স্বভাবিক। আর তাই আমরা চাই অন্যন্য টিউনাররা যেন রেফারাল টিউনের দিকে উৎসাহি না হয়ে ফ্রিল্যান্সিং এর দিকনির্দেশনা মূলক টিউনের দিকে উৎসিত হোক এবং টেকটিউনসের মান বজায় রাখুক।

আপনি আপনার টিউন গুলো টেকটিউনস থেকে সরিয়ে নেওয়ায় আমরা খুবই ব্যথিত ও দুঃখিত এবং আমরা কখনই একজন ভাল মানের টিউনার থেকে এ ধরনের আচরণ আশা করি না। একজন টিউনার নিজে লেখে নিজের মেধা সবার মাঝে ছড়িয়ে দেবার জন্য বঞ্চিত করার জন্য নয়। তাই আমরা চাইব আপনি আপনার টিউন গুলো আবার restore করুন আর তা সম্ভব না হলে আমাদের বলুন। আমরা আপনার হয়ে তা করে দিব। আমরা চাই না একজন ভাল টিউনারের অনন্য টিউন থেকে টেকটিউনসবাসি বঞ্চিত হোক এবং আপনি আপনার ভাল মানের টিউন করা অব্যাহত রাখুন। কারণ টেকটিউনস ভালোবাসে প্রযুক্তিকে আর ভালোবাসে প্রযুক্তিকে ভালোবাসা আপনাকে। ধন্যবাদ।