Your comments

দেদারসে স্প্যামিং করার জন্য আপনার সাইটের ডোমেইন ব্লক করা হয়েছে।
দেদারসে স্প্যামিং করার জন্য আপনার সাইটের ডোমেইন ব্লক করা হয়েছে।
আপনার বেশির ভাগ টিউনই পেন্ডিং করা হয়েছে কপি পেষ্ট ও টেকটিউনস নীতিমালা ভেঙ্গে টিউন করার কারনে। আপনার টিউনার আইডি ফিরিয়ে দেয়া হলে পরবর্তি টিউনের ক্ষেত্রে টেকটিউনস নীতিমালা মানবেন তার নিশ্চয়তা এই টপিকের মাধ্যমে প্রদান করুন।
টিউন করে সাহয্য/জিজ্ঞাসা বিভাগে টিউন প্রকাশ করুন।
ফিচার ইমেইজ যোগ করার জন্য ছবি আপলোড করুন। From URL থেকে ফিচার ইমেইজ যোগ করা যায় না।
ইমেইজ আপলোডের ব্যাপারটি সাময়িক এটা হয়ত নির্দিষ্ট সময়ের জন্য হতে পারে তবে এটি সাথে সাথেই ঠিক হয়ে যাবার কথা কারণ প্রতিনিয়ত টেকটিউনসে টিউন প্রকাশ পাচ্ছে। আপর ইমেইজের নিচে স্পেস দেবার জন্য ctrl+Enter ব্যবহার করুন আপনার সমস্যার সমাধান হবে।
প্রিয় টিউনার,

স্প্যামারদের সাথে নিজেরকে তুলনা না করে দয় করে নিজের অবস্থান থেকে নিজের যুক্তি তুলে ধরুন। টেকটিউনসে নীতিশালা ভঙ্গের জন্য টিউনারশীপ ও টিউন স্হগিত হয় এটা সবার জন্যই প্রযোজ্য শুধু আপনার জন্য নয়। কিছু টিউন টেকটিউনসের দৃষ্টিগোচর হতে পারে কিন্তু তাই বলে যথেচ্ছ ভাবে কোন টিউন পেন্ডিং ও টিউনারশীপ স্থগিত হয় না।

সেখানে আপনি নিজেই স্বীকার করছেন আপনি টেকটিউনসের নীতিশালা ভঙ্গ করছেন সেখানে আপনি নীতিশালা ভঙ্গ না করে টিউন করুন তারপর যদি টেকটিু্নস আপনার টিউন স্থগিত করে তবে আপনি দাবি করুন।

টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া যথেচ্ছো ভাবে কোন টিউন স্থগিত করা হয় না। আপনি মৌলিক, মানসম্মত, টেকটিউনসের ধারা ও আদর্শ মোতাবেক টিউন করুন। আপনার টিউন ও টিউরাশীপ কখনও স্থগিত হবে না।

টেকটিউনস যেহেতু সুবিশাল এর কমিউনিটি তাই অনেক টিউন টেকটিউসের দৃষ্টিগোচর হতে পারে। নীতিমালা ভঙ্গ করলে যে কোন টিউনই স্থগিত হবে। সে ক্ষেত্রে টেকটিউনসকে রিপোর্ট করুন। টেকটিউনস ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু নিজের নীতিমালা ভঙ্গের কোন টিউন আরেকটি নীতিমালা ভঙ্গের টিউনের সাথে তুলনা করে তা স্থায়িত্বের দাবি করা যাবে না। নীতিমালা ভঙ্গ হলে উভয় ও সকল টিউনার ও টিউনের প্রতি ব্যবস্থা গ্রহণ করা হয়।

টেকটিউনস নীতিমালা মেনে সর্বদা টিউন করুন। টেকটিউনসের মান, ধারা ও আদর্শ বজায় রাখুন।
আপনার বেশির ভাগ টিউনই পেন্ডিং করা হয়েছে কপি পেষ্ট ও টেকটিউনস নীতিমালা ভেঙ্গে টিউন করার কারনে। আপনার টিউনার আইডি ফিরিয়ে দেয়া হলে পরবর্তি টিউনের ক্ষেত্রে টেকটিউনস নীতিমালা মানবেন তার নিশ্চয়তা প্রদান করুন।