0
Completed

দয়া করে যথার্থ উত্তর দিন, অন্যথায় আমাকে টেকটিউন থেকে অব্বহতি দিন

ব্লগার মারুফ 11 years ago updated by Techtunes (Techtunes) 11 years ago 1
খুবই মন খারাপ হচ্ছে টেকটিউনের আচরণ দেখে। আমি একজন নিয়মিত টিউনার। অনেক আশা রয়েছে বড় টিউনার হওয়ার। শুধু আমি কেন? অনেকেই তো এরকম। কিন্তু টেকটিউনের আচরণ নিয়মিত পোস্ট করা থেকে আমাকে আসতে আসতে সরিয়ে নিচ্ছে। টেকটিউনের একটি সুন্দর নীতিমালা আছে, খুবই ভালো কথা। সেই নীতি প্রয়োগ হয় সেটাও অনেকে আনন্দের। কিন্তু দুঃখের কথা হল, "নীতিমালার যথার্থ প্রয়োগ হয়না।" কারো ক্ষেত্রে হয় কারো ক্ষেত্রে হয়না। কিন্তু কেন? আমরা ব্লগার। ভালোভাবেই অবগত আছেন, আমাদের প্রত্যেকের নিজস্ব ব্লগ আছে। পোস্টে কিছুটা বিজ্ঞাপন করি নিয়মিতই। আর আমি হুদাই টপিকের পোস্ট করিনা। আমার প্রোফাইল ঘুরে দেখুন, আমার পোস্ট কতটা জনপ্রিয়। কিন্তু কিছু অনিয়মিত টিউনার প্রত্যক্ষভাবে সরাসরি বিজ্ঞাপনমূলক পোস্ট করে। যা সম্পূর্ণ নীতিমালা বহির্ভূত। কিন্তু তাঁরা শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য দিব্বি পোস্ট করেই যায়। যা রিমুভও করা হয়না। অথচ আমরা নিয়মিত এবং পরিচিত টিউনার হয়েও আমাদের পোস্টে সামান্য কিছু বিজ্ঞাপনমূলক লিংক এবং ইমেজ রিমুভ করা হয় সাথে নোটিশও দেওয়া হয়। তাহলে এই নীতিমালা কি শুধুমাত্র আমাদের মত কিছু ব্লগারের জন্যই শুধু প্রযোজ্য? আমাদের কষ্টের লেখা পোস্টে আপনারা দিব্যি বিজ্ঞাপন দিয়ে হাজার হাজার টাকা আয় করছেন। বিনিময়ে আমরা পাচ্ছি ০ টাকা। আমরা টাকা চাইনি। শুধুমাত্র কিছু ভিজিটরের জন্য পোস্টে বিজ্ঞাপনমূলক লিংক দেই। এটিও কি আমার অধিকার নেই? আর অন্যদিকে শুধু বিজ্ঞাপনের পোস্টগুলো আকর্ষণীয়ভাবে টেকটিউনে থেকেই যাচ্ছে। শুধুমাত্র বিজ্ঞাপনমূলক পোস্টগুলোর লিংক দিতে পারতাম। কিন্তু মূল্যবান সময় নষ্ট করে আপনাদেরকে লিংক দিতে চাইনা। একটু চোখ খুলে খুজুন। পেয়ে যাবেন। 

Answer

Answer
Completed
প্রিয় টিউনার,

স্প্যামারদের সাথে নিজেরকে তুলনা না করে দয় করে নিজের অবস্থান থেকে নিজের যুক্তি তুলে ধরুন। টেকটিউনসে নীতিশালা ভঙ্গের জন্য টিউনারশীপ ও টিউন স্হগিত হয় এটা সবার জন্যই প্রযোজ্য শুধু আপনার জন্য নয়। কিছু টিউন টেকটিউনসের দৃষ্টিগোচর হতে পারে কিন্তু তাই বলে যথেচ্ছ ভাবে কোন টিউন পেন্ডিং ও টিউনারশীপ স্থগিত হয় না।

সেখানে আপনি নিজেই স্বীকার করছেন আপনি টেকটিউনসের নীতিশালা ভঙ্গ করছেন সেখানে আপনি নীতিশালা ভঙ্গ না করে টিউন করুন তারপর যদি টেকটিু্নস আপনার টিউন স্থগিত করে তবে আপনি দাবি করুন।

টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া যথেচ্ছো ভাবে কোন টিউন স্থগিত করা হয় না। আপনি মৌলিক, মানসম্মত, টেকটিউনসের ধারা ও আদর্শ মোতাবেক টিউন করুন। আপনার টিউন ও টিউরাশীপ কখনও স্থগিত হবে না।

টেকটিউনস যেহেতু সুবিশাল এর কমিউনিটি তাই অনেক টিউন টেকটিউসের দৃষ্টিগোচর হতে পারে। নীতিমালা ভঙ্গ করলে যে কোন টিউনই স্থগিত হবে। সে ক্ষেত্রে টেকটিউনসকে রিপোর্ট করুন। টেকটিউনস ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু নিজের নীতিমালা ভঙ্গের কোন টিউন আরেকটি নীতিমালা ভঙ্গের টিউনের সাথে তুলনা করে তা স্থায়িত্বের দাবি করা যাবে না। নীতিমালা ভঙ্গ হলে উভয় ও সকল টিউনার ও টিউনের প্রতি ব্যবস্থা গ্রহণ করা হয়।

টেকটিউনস নীতিমালা মেনে সর্বদা টিউন করুন। টেকটিউনসের মান, ধারা ও আদর্শ বজায় রাখুন।
প্রিয় টিউনার,

আপনার টেকটিউনার আইডি প্রদান করুন। টেকটিউনস ডেস্কে সাপোর্ট পাবার জন্য আপনার টিউনার আইডি প্রয়োজন। টেকটিউনস ডেস্কের পরিপূর্ণ সপোর্ট পাওয়ার জন্য সর্বদা আপনার টিউনার আইডি প্রদান করুন। টেকটিউনস থেকে আপনাকে পূর্ণ সহয়তা প্রদান করা হবে।
Answer
Completed
প্রিয় টিউনার,

স্প্যামারদের সাথে নিজেরকে তুলনা না করে দয় করে নিজের অবস্থান থেকে নিজের যুক্তি তুলে ধরুন। টেকটিউনসে নীতিশালা ভঙ্গের জন্য টিউনারশীপ ও টিউন স্হগিত হয় এটা সবার জন্যই প্রযোজ্য শুধু আপনার জন্য নয়। কিছু টিউন টেকটিউনসের দৃষ্টিগোচর হতে পারে কিন্তু তাই বলে যথেচ্ছ ভাবে কোন টিউন পেন্ডিং ও টিউনারশীপ স্থগিত হয় না।

সেখানে আপনি নিজেই স্বীকার করছেন আপনি টেকটিউনসের নীতিশালা ভঙ্গ করছেন সেখানে আপনি নীতিশালা ভঙ্গ না করে টিউন করুন তারপর যদি টেকটিু্নস আপনার টিউন স্থগিত করে তবে আপনি দাবি করুন।

টেকটিউনসে সকল নবীণ ও প্রবীণ টিউনারকে মৌলিক, মানসম্মত টিউন করতে উৎসাহি করা হয়। তাই টেকটিউনস নীতিমালা লংঘন ছাড়া যথেচ্ছো ভাবে কোন টিউন স্থগিত করা হয় না। আপনি মৌলিক, মানসম্মত, টেকটিউনসের ধারা ও আদর্শ মোতাবেক টিউন করুন। আপনার টিউন ও টিউরাশীপ কখনও স্থগিত হবে না।

টেকটিউনস যেহেতু সুবিশাল এর কমিউনিটি তাই অনেক টিউন টেকটিউসের দৃষ্টিগোচর হতে পারে। নীতিমালা ভঙ্গ করলে যে কোন টিউনই স্থগিত হবে। সে ক্ষেত্রে টেকটিউনসকে রিপোর্ট করুন। টেকটিউনস ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু নিজের নীতিমালা ভঙ্গের কোন টিউন আরেকটি নীতিমালা ভঙ্গের টিউনের সাথে তুলনা করে তা স্থায়িত্বের দাবি করা যাবে না। নীতিমালা ভঙ্গ হলে উভয় ও সকল টিউনার ও টিউনের প্রতি ব্যবস্থা গ্রহণ করা হয়।

টেকটিউনস নীতিমালা মেনে সর্বদা টিউন করুন। টেকটিউনসের মান, ধারা ও আদর্শ বজায় রাখুন।