Your comments

বিশেষ বিবেচনা সাপেক্ষে টিউনারশীপ রিস্টোর করা হল। পরবর্তী যে কোন টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ স্থায়ীভাবে বাতিল করা হবে।
প্রিয় টিউনার,

টেকটিউনস নীতিমালা ১.১৩ অনুযায়ী - টিউন করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগে বা অন্য কোন ব্লগের বা সাইটের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য নীতিমালা ১.১৬ মেনে প্রয়োজনীয় লিংক টিউন অবস্থান করতে হবে। প্রয়োজনে টিউনের মধ্যে "আমার ব্লগ বা সৌজনে" উল্লেখ করে সাক্ষার হিসেবে নিজের ব্লগের লিংক দেওয়া যাবে।

এবং টেকটিউনস নীতিমালা ১.১৫ অনুযায়ী - টিউনে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।

কোন সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক টিউনে অবস্থান করতে হবে। সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর নিজেস্ব ওয়েবসাইট বা প্রডাক্টপাতা ডাউনলোড লিংক দিতে হবে। অথবা সফটওয়্যার, স্মার্টফোন অ্যাপস, গেমস এর নির্মাতা বা নির্মাতা প্রতিষ্ঠান দ্বারা সাবমিট কৃত মার্কেটপ্লেস বা ডাউনলোড এর ঠিকানা দিতে হবে।

আপনার সাইটের লিংক দেবার জন্য টিউনের নিচে ব্লককোট করে "সৌজন্যে:" লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি ://www.techtunes.com.bd/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে "সৌজনে:" লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।
টেকটিউনস এর টিউনার আইডি প্রদান করা বর্তমানে বন্ধ আছে। তবে কিছু দিনের মধ্যে রেজিস্ট্রেশন খুলে দেওয়া হবে।
আপনার বেশির ভাগ টিউনই পেন্ডিং করা হয়েছে টেকটিউনস নীতিমালা ভেঙ্গে টিউন করার কারনে। আপনার টিউনার আইডি ফিরিয়ে দেয়া হলে পরবর্তি টিউনের ক্ষেত্রে টেকটিউনস নীতিমালা মানবেন তার নিশ্চয়তা কি?এই টপিকের মাধ্যমে সঠিক নিশ্চয়তা প্রদান করুন।
টেকটিউনস এর টিউনার আইডি প্রদান করা বর্তমানে বন্ধ আছে। তবে কিছু দিনের মধ্যে রেজিস্ট্রেশন খুলে দেওয়া হবে।
প্রিয় টিউনার,

নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে টিউন করা যাবে তবে তা অবশ্যই টেকটিউনস নীতিমালা বান্ধব এবং প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।

বিভিন্ন সংবাদ পত্রিকা, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য লেখা প্রকাশ করা হলে টিউন স্থায়িত্ব বা স্থগিতের বিবেচনা টেকটিউনস বহন করবে। টেকটিউনসে বিবেচনায় টিউন স্থায়ি যোগ্য হলে তা স্থায়ি হবে অন্যথায় স্থগিত করা হবে।

টেকটিউনস প্রযুক্তির একটি উন্মুক্ত সোসিয়াল নেটওয়ার্ক যেখানে মৈলিক, নিজেস্ব আর অভিনব টিউন করার প্রতি সবসময় উৎসাহ দেয়। প্রয়োজনে আপনি বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করে নিজের ভাষায় টিউন করার চেষ্টা করুন।

আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।

ধন্যবাদ।
 
প্রিয় টিউনার,

আপনার টিউনারশীপ পুনোরায় প্রদান করা হল।

ধন্যবাদ।
বিশেষ বিবেচনা সাপেক্ষে টিউনারশীপ রিস্টোর করা হল। পরবর্তী যে কোন টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ স্থায়ীভাবে বাতিল করা হবে।