0
Completed

আমার টিউনারশীপ বাতিল কেন করা হলো অনুগ্রহপূর্বক জানতে চাই

tanvirbd5 11 years ago updated by Techtunes (Techtunes) 11 years ago 3
আমার টিউনারশীপ বাতিল কেন করা হলো তা তো জানানো হলো না। আমার পূর্বের কমেন্ট করতে না পারা সংক্রান্ত প্রশ্নের উত্তরে আমাকে জানানো হয়েছে যে আমার টিউনারশীপ নাকি বাতিল করা হয়েছে। ফেরত পেতে হলে অনুরোধ জানিয়ে আবেদন করতে হবে। কিন্তু আমার জানা মতে আমি এমন কোনো কাজ কারিনি বা এমন কোনো টিউন করিনিবা এমন কোনো টিউমেন্ট করিনি যার জন্য আমার টিউনারশীপ বাতিল করতে হবে। তাছাড়া ইতোপূর্বে আমাকে টেকটিউনস থেকে কোনো ওয়ার্নিও দেয়া হয়নি। কারো টিউনারশীপ বাতিল করতে হলে তাকে তার ইমেইলে টিউনারশীপ বাতিল করা এবং কি কারণে বাতিল হচ্ছে সেই সংক্রান্তে একটা নোটিশ অন্তত পাঠানো যায় এবং সেটা খুবই যুক্তিসঙ্গত। তাছাড়া টিউনারশীপ যদি বাতিলই হয় তাহলে পূর্বের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাচ্ছে কীভাবে? এটা কি রকম বাতিল হলো? বরং এটাকে তো রেস্ট্রিকশন বলা যেতে পারে। আমি আপনাদের প্রতি যথাযথ সম্মান বজায় রেখেই এবং একজন ব্যক্তি হিসেবে যথাযথ সম্মান পাওয়ার হকদার হিসেবে বিনয়ের সাথে উপরোক্ত বিষয়ে আপনাদের যথাযথ ব্যাখ্যা আশা করছি। আমি নিশ্চয়তা দিয়ে বলছি টেকটিউনসকে আমি খুবিই ভালোবাসি এবং আমার দৈনন্দিন জীবনের টেকনিক্যাল বিষয়ে টেকটিউনসের অবদান অপরিসীম। তাই একজন পুরাতন সদস্য হিসেবে আপনাদের ব্যাখ্যা ও পর্যালোচনার অপেক্ষায় রইলাম।

Answer

Answer
Completed
প্রিয় টিউনার,

টেকটিউনস নীতিমালা ভঙ্গের কারণ ও অসংযত আচরণ ছাড়া টিউনারশীপ স্থগিত করা হয় না। আপনার টিউনার আইডি দিন।
Answer
Completed
প্রিয় টিউনার,

টেকটিউনস নীতিমালা ভঙ্গের কারণ ও অসংযত আচরণ ছাড়া টিউনারশীপ স্থগিত করা হয় না। আপনার টিউনার আইডি দিন।
আমার টিউনার আইডি হচ্ছে - tanvirbd5
প্রিয় টিউনার,

আপনার টিউনারশীপ পুনোরায় প্রদান করা হল।

ধন্যবাদ।