Your comments
প্রিয় টিউনার সমসস্যাটি আমাদের অবগত করার জন্য ধন্যবাদ। টেকটিউনসে বেশ কিছু দিন ধরে Splogger ক্লিনআপ কার্যক্রম চলছে। খুব সম্ভব আপনার ইমেইল এড্রেসটি টেকটিউনস সিস্টেম থেকে false positive হিসেবে Splogger হিসেবে চিহ্নিত হয়েছে তাই এই সমস্যা হচ্ছে। কোন সমস্যা নেই আপনার একাউন্টের সকল টিউন, টিউন ইমেইজ টেকটিউনসের Splogger কার্যক্রম শেষ হবার পর ফিরে পাবেন এবং পুনরায় আপনার প্রিয় টেকটিউনসে টিউন করতে পারবেন। এর জন্য ১০-১২ দিন সময় প্রয়োজন হতে পারে এবং আপনারকে এই টপিকের মাধ্যমে তা জানানো হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।
প্রিয় টিউনার,
টেকটিউনসের কোন ডেটাই ডিলিট হয়নি। আপনি আপনার ইমেইল ঠিকানা লুকাবার জন্য হয়ত আপনার টিউনার প্রোফাইলে .......@gmail.com এ রকম করে রেখেছিলেন আর তাই পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না। আপনার ইমেইল ঠিকানা momtasir@gmail.com হিসেবে সেট করা হলো। আপনি এখন আপনার পাসওয়ার্ড রিসেট করে আপনার টিউনার প্যানেলে লগইন করতে পারবেন। ধন্যবাদ।
Customer support service by UserEcho
অনেক ধন্যবাদ বিষয়টি আমাদের কাছে তুলে ধরার জন্য। পূর্বেও আমাদের বেশ কিছু টিউজার আমাদের বিষয়টি অবগত করেছে http://techtunes.userecho.com/topic/123830-/। আমাদের বেশ কিছু ইউজার টেস্টিং এ বিষয়টি এখনও আমাদের কাছে ধরা পড়ে নি। খুব সম্ভব এটি কুকি কনফ্লিক্ট এর জন্য হতে পারে। আপনি আপনার ব্রাউজারের কুকি (ক্যাশ নয়) পরিষ্কার করে লগইন করার চেষ্টা করুন। এতেও যদি সমাধান না হয় এবং বিষয়টি বারংবার হয় তবে আবার আমাদের জানান। ধন্যবাদ আপনাকে।