+4
Started

ইউজার একাউন্ট পাওয়া যাচ্ছে না !

ক্রিস্টাল হার্ট 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 3

গতকাল সন্ধ্যা পর্যন্ত টেকটিউনসে কমেন্ট করেছিলাম । দুটি টিউন ড্রাফট অবস্থাতেও ছিল । কিন্তু এখন লগইন করার চেষ্টা করলে "Invalid Username" দেখাচ্ছে । এমনকি আমার প্রকাশিত সমস্ত টিউন নট ফন্ড দেখাচ্ছে । সমাধান আশা করছি :)


টিউনার প্রোফাইল

পুর্ব প্রকাশিত একটি টিউন

প্রিয় টিউনার সমসস্যাটি আমাদের অবগত করার জন্য ধন্যবাদ। টেকটিউনসে বেশ কিছু দিন ধরে Splogger ক্লিনআপ কার্যক্রম চলছে। খুব সম্ভব আপনার ইমেইল এড্রেসটি টেকটিউনস সিস্টেম থেকে false positive হিসেবে Splogger হিসেবে চিহ্নিত হয়েছে তাই এই সমস্যা হচ্ছে। কোন সমস্যা নেই আপনার একাউন্টের সকল টিউন, টিউন ইমেইজ টেকটিউনসের Splogger কার্যক্রম শেষ হবার পর ফিরে পাবেন এবং পুনরায় আপনার প্রিয় টেকটিউনসে টিউন করতে পারবেন। এর জন্য ১০-১২ দিন সময় প্রয়োজন হতে পারে এবং আপনারকে এই টপিকের মাধ্যমে তা জানানো হবে। সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।

প্রিয় টিউনার আপনার coolneon007 টিউনার আইডিটি যে ইমেইল এড্রেস ব্যবহার করে রেজিস্টার করেছিলেন সেটি আমাদের প্রদান করুন।