+5
Completed
আমার টিউনারশীপ স্থগিত করা হয়েছে ? চাইনা এই ব্লগে লিখতে
আজ কেই একটা পোস্ট করেছিলাম তার সাথে কিছু কিছু যাই গাই আমার ব্লগ এর লিঙ্ক দিয়ে ছিলাম । যানি আমার ব্লগটি অনেক অনেক ছোট প্রচারের জন্য ছোট একটা লিঙ্ক হয়তো দিতাম । সে যাই হোক আমি চাইনা আপনাদের ব্লগে আর লিখতে তাই দয়া করে আমার সমস্ত পোস্ট যেন মুছে দেবেন । প্লিজ প্লিজ । আমার টিউনার ID =- aslam.parvez । আর হা ভাই আমার পোস্ট ডিলিট করার পর আমাকে একটা মেল করলে ভালো হয় । ধন্যবাদ ।
Customer support service by UserEcho
টেকটিউনস একটি উন্মুক্ত সৌশল নেটওয়ার্ক এখানে আপনার বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান বিতরণ করুন। আপনি বিজ্ঞান ও প্রযু্ক্তির যে বিষয়ে অভিজ্ঞ, পটু আর দক্ষ সেই জ্ঞানের প্রকাশ করুন। কপিপেস্ট মুক্ত নিজ থেকে নিজে যা জানেন সেই মেধার প্রকাশ ঘটান। আপনার বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞান শেয়ার করার উন্মুক্ত মাধ্যম হল টেকিটউনস। আপনি আপনার জানা মেধা ও জ্ঞান কপিপেস্ট মুক্ত টিউনের মাধ্যমে প্রকাশ করুন তারপর আপনার সাইট বা আপানার সৃষ্টির কথা মানুষকে জানান।
টেকটিউনসে নিজের সাইটের লিংক দেওয়ার নিয়ম হচ্ছে। টিউনের নিচে ব্লককোট করে "সৌজন্যে:" লিখে সাইটের লিংক দিন। উদাহরণ সরূপ এই টিউনটি ://www.techtunes.com.bd/internet/tune-id/188009 লক্ষ করুন। টিউডার ও টিউজিটরদের কোন প্রকার অযাচিত আকৃষ্ট না করে টিউনের শেষে; নিচে কীভাবে ব্লককোট করে "সৌজনে:" লিখে লিংক দেয়া হয়েছে। এতে আপনার টিউনের টিউডার ও টিউজিটরা আপনার প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করবে।
শুধু মাত্র নিজের সাইটের প্রচারণার উদ্দেশে বা নিজের সাইটে ভিজিটর ড্রাইভাট ও রিডাইরেক্টের উদ্দেশ্যে টিউন করা থেকে বিরত থাকুন। আপনি টেকটিউনস কমিউনিটকে নিজের জ্ঞান ও মেধা বিতরণ করুন টেকটিউনস টিউজিটররা আপনাকে সম্মান করবে আপনার সাইটে যাবে নিজ থেকেই আপনাকে চিনে নিবে।