0
Declined

মিডিয়াপার্টনার হওয়ার অনুরোধ

প্রিয় টেকটিউনস,
                    গত বছরের প্রথম দিকে ২০১১ সালে ভর্তি হওয়া
বাংলাদেশের সকল কম্পিউটার বিজ্ঞান শিক্ষার্থীদের একই সুতোয় গাঁথার মহৎ
উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে BD CSE'10। সকল শিক্ষার্থীদের মাঝে সহজে
যোগাযোগ রক্ষার জন্য আমরা বেছে নেই সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক কে।
অল্প সময়ের মাঝেই এই গ্রুপটি জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে গ্রুপটির
সদস্য সংখ্যা ৮৮৫ জন এবং এতে বাংলাদেশের প্রায় সকল ভার্সিটির ২০১১ সালে
ভর্তিপ্রাপ্ত কম্পিউটার বিজ্ঞান শিক্ষার্থী রয়েছে, যা সন্দেহাতীতভাবেই
একটি বিরল অর্জন। এই গ্রুপটির ১ বছর পূর্তি উপলক্ষে আমরা ঠিক করেছি
গ্রুপের ব্যানারে কম্পিউটার বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য গঠনমূলক একটি
প্রতিযোগিতা আয়োজন করবো,যাতে থাকবে-প্রোগ্রামিং কন্টেস্ট,IT কুইজ
কন্টেস্ট,funny কুইজ কন্টেস্ট,অনলাইন গেমিং ইত্যাদি। বলাই বাহুল্য একটি
সুসংগঠিত গ্রুপ হওয়া সত্ত্বেও একটি স্বনামধন্য মিডিয়াপার্টনার ছাড়া
আমাদের পক্ষে এই কার্যক্রমের কথা সকল শিক্ষার্থীদের মধ্যে ছরিয়ে দেয়া
খুবই কষ্টকর।

    এই মর্মে টেকটিউনস এর  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা এই আবেদন
জানাচ্ছি যে আমাদের এই আয়োজনে মিডিয়াপার্টনার হিসেবে কাজ করতে সম্মতি
প্রদান করে এই মহতি উদ্যোগকে সফলকাম করে বাধিত করবেন।
            ->https://www.facebook.com/groups/bdcse.10/
            ->http://bdcse10.tk/

 নিবেদক
মোঃ মুন্তাসীর আর রাহী
  (অ্যাডমিন)
BD CSE'10 এর পক্ষে