0
Completed
একান্ত অনুরোধ
আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, কোনো টিউন ডিলিট করার আগে অবশ্যই কমেন্টের দিকে নজর দেবেন। ২ টি টিউন ডিলিত করা হয়ছিল সেগুলো হল www.techtunes.com.bd/download/tune-id/102978/ টির লিঙ্ক আমার কাছে নেই তবে হেডিং টা ছিল “নিন দারুন একটি সফটয়্যার দিয়ে ¸¸ •*¨*•♫♪ | Techtunes | টেকটিউনস”। দয়া করে এই টিউন গুলো রিপাবলিশ করলে ভালো হয়
Customer support service by UserEcho
টেকটিউনস নীতিমালার ১.১ ধারা অনুযায়ী "টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।"
টেকটিউনস একটি প্রযুক্তিসংক্রান্ত সাইট হওয়ায় এখানে শুধুমাত্র "সায়েন্স ফিকশন" ধারার মুভিগুলো সেয়ার করা যাবে, তবে অবশ্যই সেটি টেকটিউনস নীতিমালা উপেক্ষা করে নয়।
আপনার টিউনটিত স্থগিত করার কারণগুলো হলোঃ
১। যে মুভিটি সেয়ার করা হয়েছে সেটি মূলত "এ্যাকশন" ধারার।
২। আপনার টিউন টেকটিউনস নীতিমালার ১.১৩ এবং ১.১৬ ভঙ্গ করেছে।
দ্বিতীয় যে টিউনটির কথা বলেছেন সেটি টেকটিউনস এর কোন নীতিমালা ভঙ্গ করেনি। তাই সেটি স্থগিতও করা হয়নি। টিউনটি এখনো প্রকাশিত আছে।
টিউন করার আগে দয়া করে টেকটিউনস নীতিমালা ভাল করে বুঝে নিন।
ভাল থাকুন
আর মেতে উঠুন প্রযুক্তির সুরে
আচ্ছা কোনো টিউন ডিলিট বা ব্যান করার পর সেটি কি কারণে ব্যান করা হল সেটি লিখে দিলে আমার মনে হয় বুঝতে সুবিধাও হবে আবার প্রত্যেক টিউনার টেকটিউন নীতিমালা সমন্ধে সচেতন থাকবে। এই বিষয়টি নিয়ে দয়া করে একটু ভেবেদেখবেন।
তবে কোন টিউন স্থগিত বা মুছে ফেলার পর কারণসমূহ সয়ংক্রিয়ভাবে টিউনারদের কাছে পৌছানোর জন্য আমরা কাজ করছি।
ধন্যবাদ।