0
Completed

টেকটিউনসে পোস্ট বিষয়ক সাহায্য প্রয়োজন

অদৃশ্য 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 2

কোন এক অজানা কারণে "টেকটিউনস ডেস্ককে বলুন" এ প্রবেশ করতে পারছি না। পোস্ট বিষয়ক কিছু ব্যাপারে এডমিন/মডারেটরের সাহায্য দরকার।


সমস্যা-১ - আমার ৫টি ড্রাফট টিউন আছে, এগুলো মুছে ফেলা প্রয়োজন।


সমস্যা-২ - আমার এন্ড্রয়েড সম্পর্কিত চেইন টিউন আছে ১০ টি। এখন দেখাচ্ছে মাত্র তিনটি। (আপডেটঃ এই মাত্র দেখলাম এন্ড্রয়েড সম্পর্কিত চেইন টিউন গায়েব)।


সমস্যা-৩ - অপটিক্যাল ইলিউশনস নামের শেষ একটি টিউন, চেইন টিউনের অন্তর্ভুক্ত করা হয়নি।

এডমিনের সাহায্যে সমস্যাগুলো দূর হলে খুশী হব। ধন্যবাদ।

 'টেকটিউনস ডেস্কে বলুন' এ ক্লিক করে টেকটিউনস ডেস্কে ঢুকতে না পারার কারণ খুব সম্ভবত আপনার ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট বন্ধ করা আছে। তবে আপনি সরাসরি desk.techtunes.com.bd টাইপ করেও টেকটিউনস ডেস্কে ঢুকতে পারেন।


আপনার ড্রাফট টিউন গুলোর লিংক দিন টেকটিউনস থেকে সাহায্য করা হবে।


আপনি খুব সম্ভব চেইন গুলো আপডেট করেছেন তাই এমনটি হয়েছে। টেকটিউনস সজিপ্র এর চেইন টিউন অংশে বিষয়টি বাস্তারিত ভাবে দেখুন। আপনার চেইনটিউন গুলো পুনরায় সংযোগ করার উদ্যোগ নেওয়া হলো।


ধন্যবাদ আপনাকে।