0

টিউনারশীপ স্থগিত করা হয়েছে

tips4blog 10 years ago updated 10 years ago 2
  • টিউনার আইডি : TiPS4BLOG
  • টিউনের লিংক: http://www.techtunes.com.bd/?p=387311&preview=true
  • নিজ থেকে বুঝতে পারা টিউন স্থগিতে কারণ : [নানা কৌশলে নিজের সাইট, পণ্যে, সেবা প্রচারণার উদ্দেশ্যমূলক টিউন]
-- টেকটিউনসে লিখতে আসার কারন শুধু অন্যকে শেখানো বা টেকটিউনসের প্রতি ভালোবাসা তা না। অন্যকে শেখানোর উদ্দেশ্য যেমন আছে, টেকটিউনসের প্রতি ভালোবাসা যেমন আছে, আমার ব্লগের প্রচারণার উদ্দেশ্যও তেমন আছে। এখানে আমার লেখা প্রকাশ পেলে বেশ বড় সংখ্যক একটা ভিজিটর আমার ব্লগে এখান থেকে আসে। আমি হাতেম তায় না, দিন আনি দিন খায়। কাজেই আয়েশ করে শুধু লিখে যাবার সময় আমার নাই। দশটা ভালো লেখা দিলে তার মধ্যে একটাতে আমার সাইটের প্রচার থাকতে পারে যদি সেটা স্প্যাম না হয়ে থাকে। আর আমার জানা মতে আমি কখনো স্প্যামিং করি নাই। পয়সা দিলে আমার এই টিউনটাই স্পন্সরড টিউনে দিতে পারতাম এবং আপনারাও রাখতেন, কারন পয়সা বলে কথা। আমার ওখানে দেওয়ার মতো পয়সা নাই, তাই এভাবে দিয়েছিলাম বলে আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি চাচ্ছি আমার এযাবৎ করা সবগুলো টিউন আপনারা মুছে দিন এবং একি সাথে আমার অ্যাকাউন্টও। তবে, অবশ্যই অবশ্যই যেন আমার সবগুলো টিউন চিরতরে মুছে ফেলা হয়। চলে যাবার কারন হলো, আমি আমার গায়ে দাগ রাখতে পছন্দ করি না। একবার যেখানে দাগ লাগে সেখান থেকে তল্পিতল্পাসহ কেটে পরি। আপনাদের সাথে এতদিনের সম্পর্কতে কোন সময় কোন খারাপ আচরণ করি নাই জানা মতে। তাই আশা করবো মনে কিছু নিবেন না। আপনাদের দীর্ঘ সাফল্য কামনা করি। ধন্যবাদ।
কিছু দিনের জন্য রেজিশট্রেশন চালু করা হয়েছে বন্ধ হয়ে যাওয়ার পূর্বেই রেজিশট্রেশনকরে নিন আর পোষ্ট করা শুরু করুন আপনার পোষ্ট আমাদের কাছে অনেক মুল্যবান ধন্যবাদ। www.techtunersbd.com
আমার রেজিস্ট্রেশন করাই আছে। নীতি ভঙ্গের কারনে আমার টিউনারশীপ স্থগিত করা হয়েছে। তাই, আমি চাচ্ছি এটা স্থগিতই থাকুক। আমার অ্যাকাউন্ট আমার সকল টিউনসহ মুছে ফেলা হোক। টেকটিউনসের সাথে আমি আর কোন সম্পর্ক রাখতে চাই না। তাই দয়া করে আমার এযাবৎ করা সবগুলো টিউন আপনারা মুছে দিন এবং একি সাথে আমার অ্যাকাউন্টও, ধন্যবাদ।