0
Completed
এগুলা কি হইতেছে ভাই, আমার তো কান্না পাইতেছে :( :(
ভাইয়া, আমি শিমুল। শাহরিয়ার শিমুল, ওয়েব ডেভেলপার এর আগের পরিচয় আমি একজন টেকটিউন্স টিউনার , আর আমি মানসম্মত টিউন ই পোস্ট করি।
সেদিন নিউ ইউজার রেজিস্ট্রেশন খুলে দেয়ার পর খুশি ই হইছিলাম, যাক নতুন দের লেখা পড়া যাবে। কিন্তু এগুলা কি ?? রেফারাল লিঙ্ক, প্রডাক্টের বিজ্ঞাপন !!!!! ফেসবুকে লাইক করলে লাইক পাইবেন টাইপ টিপস টাইপ পোস্ট রোজ ই দেখি !
ভাইয়া দেখেন, আমরা টিটিতে লিখি ভালোবেসে, কিছু জানাতে। কিন্তু এরা টিটিরে অন্য বস্তা পচা সাইটের কাতারে নামায়া আনতেছে, :'( ভাই কদিন পরে ইউজার থাকলেও মানসম্মত পোস্ট একটাও থাকবে না হোম পেইজে। অলরেডি বেশ কজন (যাদের ব্যাক্তিগত ভাবে চিনি ) এ কারনে টিউন করাই বাদ দিছেন।
আমি নিজে দুমাস আগে টপ #১ টিউনার ছিলাম, এ অবস্থা দেখে আগ্রহ মারা যাইতেছে ভাই :'(
দয়া কইরা একটা কিছু করেন।
নতুন লেখক থাক, দরকার আছে সেটার। বাট মডারেশন প্যানেল রে শক্ত করা দরকার।
এ্যান্ড আমি, একজন সিনিয়ার ওয়েব ডেভেলপার (CTO rangpurhost.com , মার্কেটিং ম্যানেজার bijoyhost.com , CEO fajlami.com আর অনেক গুলা নিউজপেপার এর ডেভেলপার ) হয়ে বলতেছি ওয়ার্ডপ্রেস আল্লাহর ইচ্ছাই ভালোই জানি, আর নেট ফ্রিক হিসেবে অন্তত ঘুমের সময় ছারা সারাক্ষন অনলাইনেই থাকি । আমাকে টেকটিউন্স মডারেটর হিসেবে দায়িত্ত দেয়া হোক।
আমি প্রমিস করতে পারি
১। কোনভাবেই টেকটিউন্স কে নিজ সার্থে ব্যাবহার করবো না।
২। কোনভাবেই কোন টিউনার কে ব্যাক্তিগত ভাবে হেয় করবো না
৩। কোন অসাধু উপায় অবলম্বন করবো না।
ভালোবেসে কাজ করতে চাইলাম, সো সম্মানীর মত কিছু ব্যাপার নিয়ে চিন্তা করা লাগবে না আপনাদের, ভালোবাসা পাইলেই হবে। একটু ভেবে দেখে জানাবেন, আর দয়া করে আবার মডারেটর হান্ট টাইপ কিছু করতে যাবেন না, এতে আরেক টা বর্তমান অবস্থার সৃষ্টি হবে।
সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমাকে মডারেটর এর দায়িত্ত্ব দেয়া হোক, এবং আমি ব্যার্থ হইলে আমার টিউনারশীপ,আইপি সহ আমাকে ব্যান করা হতে পারে আমি তা জেনেই এই পোস্ট লিখতেছি।
শিমুল শাহরিয়ার, sqimul@gmail.com facebook.com/sximul 01719254342
সেদিন নিউ ইউজার রেজিস্ট্রেশন খুলে দেয়ার পর খুশি ই হইছিলাম, যাক নতুন দের লেখা পড়া যাবে। কিন্তু এগুলা কি ?? রেফারাল লিঙ্ক, প্রডাক্টের বিজ্ঞাপন !!!!! ফেসবুকে লাইক করলে লাইক পাইবেন টাইপ টিপস টাইপ পোস্ট রোজ ই দেখি !
ভাইয়া দেখেন, আমরা টিটিতে লিখি ভালোবেসে, কিছু জানাতে। কিন্তু এরা টিটিরে অন্য বস্তা পচা সাইটের কাতারে নামায়া আনতেছে, :'( ভাই কদিন পরে ইউজার থাকলেও মানসম্মত পোস্ট একটাও থাকবে না হোম পেইজে। অলরেডি বেশ কজন (যাদের ব্যাক্তিগত ভাবে চিনি ) এ কারনে টিউন করাই বাদ দিছেন।
আমি নিজে দুমাস আগে টপ #১ টিউনার ছিলাম, এ অবস্থা দেখে আগ্রহ মারা যাইতেছে ভাই :'(
দয়া কইরা একটা কিছু করেন।
নতুন লেখক থাক, দরকার আছে সেটার। বাট মডারেশন প্যানেল রে শক্ত করা দরকার।
এ্যান্ড আমি, একজন সিনিয়ার ওয়েব ডেভেলপার (CTO rangpurhost.com , মার্কেটিং ম্যানেজার bijoyhost.com , CEO fajlami.com আর অনেক গুলা নিউজপেপার এর ডেভেলপার ) হয়ে বলতেছি ওয়ার্ডপ্রেস আল্লাহর ইচ্ছাই ভালোই জানি, আর নেট ফ্রিক হিসেবে অন্তত ঘুমের সময় ছারা সারাক্ষন অনলাইনেই থাকি । আমাকে টেকটিউন্স মডারেটর হিসেবে দায়িত্ত দেয়া হোক।
আমি প্রমিস করতে পারি
১। কোনভাবেই টেকটিউন্স কে নিজ সার্থে ব্যাবহার করবো না।
২। কোনভাবেই কোন টিউনার কে ব্যাক্তিগত ভাবে হেয় করবো না
৩। কোন অসাধু উপায় অবলম্বন করবো না।
ভালোবেসে কাজ করতে চাইলাম, সো সম্মানীর মত কিছু ব্যাপার নিয়ে চিন্তা করা লাগবে না আপনাদের, ভালোবাসা পাইলেই হবে। একটু ভেবে দেখে জানাবেন, আর দয়া করে আবার মডারেটর হান্ট টাইপ কিছু করতে যাবেন না, এতে আরেক টা বর্তমান অবস্থার সৃষ্টি হবে।
সামগ্রিক অবস্থা বিবেচনা করে আমাকে মডারেটর এর দায়িত্ত্ব দেয়া হোক, এবং আমি ব্যার্থ হইলে আমার টিউনারশীপ,আইপি সহ আমাকে ব্যান করা হতে পারে আমি তা জেনেই এই পোস্ট লিখতেছি।
শিমুল শাহরিয়ার, sqimul@gmail.com facebook.com/sximul 01719254342
Answer
Under review
Techtunes (Techtunes) 10 years ago
Completed
Techtunes (Techtunes) 10 years ago
Customer support service by UserEcho