+1
Planned

মন্তব্য ও টিউন লেখার জন্য বাংলা কীবোর্ড

Aminul Islam 13 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 0

যখন থেকে টেকটিউনস নতুন চেহারা নিয়ে এসেছে তখন থেকে খেয়াল করছি যে বাংলা লেখার জন্য কোন বাংলা কিবোর্ড সফটওয়্যার টেকটিউনস এ ইন্সটল করা নাই। আর এই কারণেই দেখা যাচ্ছে অনেকই বাংলায় নয় বাংলিশ এর মন্তব্য প্রদান করছে। মাঝে মাঝে আমিও বাইরে থাকি তখনও বাংলায় মন্তব্য লিখতে পারি না। আসলে বাংলা কিবোর্ড সফটওয়্যার থাকলে কি কোন সমস্যা আছে? আমি নয় অনেকেই সেই আগের মত করে বাংলা কিবোর্ড প্লাগিন/সফটওয়্যার টেকটিউনস এ লাগানো হোক।