+3
Completed

ধর্ম বিষয়ক টিউন ও ননটেকি টিউন প্রসঙ্গ

নেট মাস্টার 13 years ago updated by সাইফুল ইসলাম 12 years ago 1

আমরা যারা প্রযুক্তিবিদদের মিলনমেলা হিসাবে টেকটিউনস কে বিবেচনা করি, তাদের প্রচন্ড হতাশ করছে কিছু ননটেকি টিউন। সামহয়্যার, সোনার বাংলাসহ বিভিন্ন প্লাটফর্মের ব্লগ রয়েছে সেখানে যেকেউ যেকোনো বিষয়ে লিখতে পারেন। তবে, প্রযুক্তি ব্লগ টিটিতে এসব পোষ্ট কতটা যৌক্তিক?

বিশেষত, ধর্ম বিষয়ক টিউন একজন শুরু করলে সেটি চেইন আকারে ছড়িয়ে পড়ার সম্ভবনা রয়েছে। কেউ ইসলাম নিয়ে লিখলে অন্যজন হিন্দু ধর্মের উপর লিখবে। আবার নাস্তিকেরা এখানে ক্যাচাল লাগানোর চেষ্ঠা করবে। সবমিলিয়ে পরিবেশ নষ্ট হবে আমাদের প্রিয় প্রযুক্তি ব্লগটির মূলধারার।

আমরা ইসলামী প্রযুক্তির উপর যেকোনো প্রতিবেদন স্বাগত জানাই, তবে হুবহু কপি পেস্ট করা পোস্ট বা ননলজিক্যাল পোষ্টগুলোর বাপারে আমাদের আপত্তি রয়েছে।

আমি http://techtunes.com.bd/review/tune-id/61427/
পোষ্টটির দৃষ্টি আকর্ষণ করছি।
যেটি:
1. টেকটিউনসের মূল ধারার সাথে সম্পৃক্ত নয়
2. হুবহু একটি বই এর কপি পেষ্ট (লেখকের বিনা অনুমতিতে কোনো বই হুবহু প্রকাশ করা কপিরাইট আইনে দন্ডনীয়)
3. ননটেকী ও প্রযুক্তিবিহীন লেখা।

তাই এটি সরিয়ে নেবার অনুরোধ রইল।

বিষয়টি সম্পর্কে আমাদেরকে অবহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।
টিউনটি স্থাগিত করা হল।
এবং ননটেকি টিউন যতদ্রুত সম্ভব আমরা স্থাগিত করার চেষ্টা করি।