তরূণদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং ক্লাস-টেকটিউনসের একান্ত সহযোগীতা দরকার
কথাটি টেকটিউনসের মডারেটরদের উদ্দেশ্যে বলছি..
আমরা আপনাদেরী কিছু টিউনার, ব্লগার, আর আমাদের বন্ধুমহলের মধ্যে দক্ষ কিছু ফ্রিল্যান্সার নিয়ে শুরু করেছি বিনামুল্যে দেশব্যাপী ফ্রিল্যান্সিং শেখানো। দীপ্ত প্রজেক্টের পর এটা আমাদের আরেকটা নতুন সুচনার পথ। এখানে ফ্রিল্যান্সার,ব্লগার, টিউনাররা স্বেচ্ছায় সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিবে। আমি নিজে সবার কাছে দোড়াদোড়ি করে সবাইকে রাজি করালাম। আমরা আশা করেছিলাম টেকটিউন্স থেকেও সহযোগীতা পাব। মাহবুব ভাইও আমাদের আশ্বাস দিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে টিটি এর মডারেটরা আমাদের পোস্টটা ট্রাশ এ ফেললেন?
এটা নিয়ে আমাদের গ্রুফ এ সব ব্লগার, টিউনার আর ফ্রিল্যান্সারদের মধ্যে যে উত্তেজনা দেখা দিল তাও টিটি এর জন্য হতাশার..
https://www.facebook.com/groups/infonetbd/permalink/452502921489339/
আমরা আবারো পোস্ট টা দিচ্ছি আশা করি আপনারা আমাদের সাথে হাত মেলাবেন।
ধন্যবাদ মডারেটর ভাইদের
Customer support service by UserEcho
১.১৮ অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করার ক্ষেত্রে টিউন অবশ্যই দিকনির্দেশনা ও প্রোণদনা মূলক হতে হবে। রেফারাল সংগ্রহ, নিজেস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে কোন প্রকার অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে টিউন করা যাবেনা।
এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউন অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার এবং টিউনারকে সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করার ক্ষমতা রাখে।
টেকটিউনস কর্তৃপক্ষের বিশেষ বিবেচনায় টিউন প্রকাশ করতে পারেন।
দীপ্ত প্রজেক্ট এর টিউন টেকটিউনস পরিবারের পুরনো সদস্যদের আইডি থেকে প্রকাশিত হয়েছে। তাই দয়া করে বিশ্বাসযোগ্য কোন টিউনারের মাধ্যমে টিউনটি প্রকাশ করার জন্য ব্যবস্থা করুন।
http://www.techtunes.com.bd/terms