0
Planned
কয়েকটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছিঃ
১। হোম পেজে লগ-ইন করা ব্যাবহারকারীদের জন্য 'আমার টিউনস' নামে একটি বাটন যোগ করা হোক, যেটার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব 'আমার টিউনার পাতা'য় যেতে পারি।
২। আমার প্রিয় টিউনস এ যাবার জন্য আরেকটি বাটন বা মেনু যোগ করা হোক।
৩। টেকটিউনসে ফিচার পোস্ট সহ মোট ২০ টিউন দেখা যায়। ব্যাবহারকারী হিসেবে আমি যেন ২০/৫০/১০০ টিউনস দেখতে পারি সেরকম একটা ভিউয়িং অপশন থাকলে ভাল হয়।
টেকটিউনসের সর্বদা মঙ্গল কামনান্তে
২। আমার প্রিয় টিউনস এ যাবার জন্য আরেকটি বাটন বা মেনু যোগ করা হোক।
৩। টেকটিউনসে ফিচার পোস্ট সহ মোট ২০ টিউন দেখা যায়। ব্যাবহারকারী হিসেবে আমি যেন ২০/৫০/১০০ টিউনস দেখতে পারি সেরকম একটা ভিউয়িং অপশন থাকলে ভাল হয়।
টেকটিউনসের সর্বদা মঙ্গল কামনান্তে
অদৃশ্য 14 years ago
আরেকটা ব্যাপারঃ টেকটিউনসে নিজের কোন পোষ্টে মন্তব্য পড়লে সেটা দেখতে গেলেও পেজ-ভিউ বাড়ে। লগড ইন হওয়া কোন ব্যাবহারকারী যখন নিজের পোস্ট দেখতে যাবেন, তখন তার এই ভিউটাকে যেন "__ বার দেখা হয়েছে" এর গণনা থেকে বাদ যায় সেটার বাবস্থা করলে বোঝা যেত, তিনি ছাড়া কতজন টিউনটি দেখল। ধন্যবাদ
নেট মাস্টার 14 years ago
আপনার চাহিদাগুলো বিবেচনা করা যেতে পারে।
Under review
সাইফুল ইসলাম 12 years ago
Answer
Planned
Techtunes (Techtunes) 12 years ago
Customer support service by UserEcho