0
Completed

টিউনারশিপ ফেরত পেতে চাই

Nasim Firoz 6 years ago updated by Techtunes (Techtunes) 6 years ago 2
টিউনার আইডি:www.techtunes.com.bd/tuner/kripaparthi
টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে):http://www.techtunes.com.bd/reports/tune-id/295661
যে কারণে আমার টিউনারশীপ স্থগিত রাখা হবে না (টিউনটি স্থগিত হতে পারে) : আমার মনে হয় টেকটিউন নিতিমালা -১.০১ টেকটিউনসে প্রকাশিত সকল টিউন নৈতিক ও প্রযুক্তি সংক্রান্ত হতে হবে। সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত টিউনও টেকটিউনসে প্রধান্য পাবে।
কিংবা টেকটিউন নিতিমালা- ১.২৬ ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে টিউন করা যাবে না বা এধরনের লেখা, টিউনে থাকা যাবে না।
---অনুসারে আমার টিউন এবং টিউনার আইডি স্থগিত করা হয়েছে। কিন্তু আমার টিউনে তো বই এর ডাউনলড লিং অ্যাড করে ছিলাম এবং কুরানের প্রতিটি আয়াতে quranshareef.org এর লিং দিয়ে ছিলাম এবং টিউনটিতে যথেষ্ট কোরআন ও হাদিসের তথ্য দেওয়া ছিল। তাছাড়া টিউনটিতে ধর্মের কোন বিষয়কে কটাক্ষ করা হয় নি।

হতেপারে আমার আমার হয়তো বুঝার কোন ভুল হচ্ছে।টিউন স্থগিত থাক (যদি নীতিমালা বীরুধ মনে হচ্ছে। তবে পরিষ্কার করার অনুরধ করছি। কারণ নীতিমালা টিকঠাক বুঝতে না পারলে আমি কেন যে কেওই ভুল করতে পারে। আর আমার বুঝতে ভুল হলে আমাকে বুঝিয়ে দিন এবং পস্টের আনুমতি দেন। আশা করি আর নিয়ম উলঙ্গন হবে না।

Answer

Answer
Completed
বিশেষ বিবেচনা সাপেক্ষে টিউনারশীপ রিস্টোর করা হল। পরবর্তী যে কোন টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ স্থায়ীভাবে বাতিল করা হবে।
আমি বুঝতে পেরেছি নিতিমালায় স্পট উল্লেখ না থাকলেও যেহেতু টেকটিউনস এক্তি প্রযুক্তি ব্লগ। তাই এখানে সরাসরি ধর্ম বিষয়ে পস্ট করা এমনিতেই নিতি বীরুধে । তাই আমার টিউনটি স্থগিত হওয়ায় প্রাপ্য ছিল। টিউন ব্লক করা হলেও পাবলিশ করা হয় এটা আমার জানা ছিলনা। ভাবছিলাম আমারই হয়তো ভুল পাবলিসের কারণে এটা হচ্ছে । তাই বারে বারে পাবলিশ করেছি। বিধায় প্রার্থনা আমাকে শেষ সুযোগ দিয়ে দেখুন।অবশ্যই এবার থেকে টেকটিউন নিতিমালা মেনে শুধু মাত্র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে টিঊন করবো। আমাকে নিতীমালা ভঙ্গের কারণে কোন দিন ব্যান করলে আর আবেদন করবনা, কথা দিলাম। 
Answer
Completed
বিশেষ বিবেচনা সাপেক্ষে টিউনারশীপ রিস্টোর করা হল। পরবর্তী যে কোন টেকটিউনস নীতিমালা ভঙ্গ করলে টিউনারশীপ স্থায়ীভাবে বাতিল করা হবে।