টেকটিউনস এ আমার আইডী suman.cse স্পামার হিসেবে ব্লক হয়েছে।
আমার টেক টিউন্স আইডী suman.cse স্পামার হিসেবে ব্লক হয়েছে। আমার করা ৩ টা টিউন্সে পাঠকের সুবিধার জন্য আমারই করা ৩ টা ভিডিও টিউটোরিয়াল ছিল সুধুমাত্র টিউন্সের লেখা পড়ে জদি কেও বুজতে না পারে এবং প্রাক্টিকালি পাঠকদের বোঝার সুবিধার উদ্দেশে । এছাড়া কোন টীউন্স নীতিমালা বহির্ভূত কিছু ছিল বলে আমার মনে হয়না। তাই আমার আইডীটি রিভিউ করার অনুরোধ রইল ।
Answer
আপনার টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্কে https://www.techtunes.com.bd/desk জানান। টেকটিউনস ডেস্কে টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট দেওয়া হয়।
টেকটিউনস ডেস্কে অবশ্যই বাংলায় লিখুন। বাংলা ছাড়া ইংরেজি বা অন্য কোন ভাষা, ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখা, বাংলিশ লেখা, বাংলা শব্দ বিকৃত করে লিখিত সমস্যা, মতামত, পরামর্শের সাপোর্ট টেকটিউনস ডেস্ক থেকে প্রদান করা হয় না এবং তা রিমুভ করা হয়। তাই টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্ক https://www.techtunes.com.bd/desk এ জানাতে ও টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে টেকটিউনস ডেস্কে বাংলা লিখুন।
ধন্যবাদ।
Customer support service by UserEcho
আপনার টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্কে https://www.techtunes.com.bd/desk জানান। টেকটিউনস ডেস্কে টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট দেওয়া হয়।
টেকটিউনস ডেস্কে অবশ্যই বাংলায় লিখুন। বাংলা ছাড়া ইংরেজি বা অন্য কোন ভাষা, ইংরেজি হরফ দিয়ে বাংলা লেখা, বাংলিশ লেখা, বাংলা শব্দ বিকৃত করে লিখিত সমস্যা, মতামত, পরামর্শের সাপোর্ট টেকটিউনস ডেস্ক থেকে প্রদান করা হয় না এবং তা রিমুভ করা হয়। তাই টেকটিউনস সংক্রান্ত সমস্যা, মতামত, পরামর্শের কথা টেকটিউনস ডেস্ক https://www.techtunes.com.bd/desk এ জানাতে ও টেকটিউনস থেকে অফিসিয়াল সাপোর্ট পেতে টেকটিউনস ডেস্কে বাংলা লিখুন।
ধন্যবাদ।