+1

আমার ফ্রিলেন্সিং জীবনের কিছু ইতি কথা।

Amit Mandal 9 years ago 0

নতুন রা পড়তে পারেন এবং পুরাতন রাও পড়তে পারেন

আমার সম্পূর্ণ নাম “ জুবায়ের রহমান সায়েম“। আমার ডাক নাম সায়েম। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এর একজন নিয়মিত ছাত্র। এতো কিছু বলতে পারবো না মেইন পয়েন্ট এ আশি। আমার ফ্রিলেন্সিং জীবন শুরু হয় ২০১২ সালের ডিসেম্বার মাস থেকে। ফ্রিলেন্সিং করার আগে আমি ডোলেন্সার এর মত কিছু পিটিছি সাইট এ কাজ করতাম। কিন্তু দুঃখের বিষয় ২ মাস ক্লিক করার পরেও কুনো টাকা ক্যাশ করতে পারি নাই। আমার ৩১০০ টাকা জলে গেলো আর কি। প্রথম কাজ করতে গিয়েই ছেকা খাইলাম। এর পরে ঢুকলাম অডেস্ক এ। অডেস্ক প্রোফাইল এর পূর্ণতা কিভাবে করা লাগে জানতাম না। অনেক বড় ভাই এর কাছে সাহায্য চেয়েছি কিন্তু অধিকাংশই বেস্ততা দেখাইছে। যাই হোক এইটা বেপার না বেস্ত থাকতেই পারে। J শুরুতে আমি কারো কাছে সাহায্য পাই নাই বললেই চলে। আমার খালাতো ভাই এবং আমি পরে একসাথে পরামর্শ করে প্রোফাইল বানাইলাম। অডেস্ক এ আমি প্রথম কাজ পাই ১৪ ডিসেম্বার ২০১২ সালে। প্রথম কাজের ইনকাম ছিলো ১ ডলার। J তখন কুনো কাজ পারতাম না কিন্তু ইন্টারনেট ভালোই চালাইতে পারতাম। আমি ক্লাস ৬ কি ৭ থেকে মোবাইল এ ইন্টারনেট চালাই ২০০৬ কি ২০০৭ সাল থেকে। আমার প্রথম ফেসবুক একাউন্ত খুলি ৩০ ওক্টবার ২০০৮ সালে।

আমার আবার কম্পিউটার বেসিক সম্পর্কে ভাল গেয়ান ছিলো। আলহামদুলিল্লাহ্‌। ছুটো বেলা থেকেই আমি কম্পিউটার চালায়টাম কাসিনদের গুলা। একটা কথা বলে রাখি আমার কম্পিটারের প্রতি নেশা ছিলো ছোট বেলা থেকে। যাই হক অই দিকে না যাই। প্রধান পয়েন্ট এ আসি।

আমি ল্যাপটপ কিনি ২০১২ সালে। আমি অডেস্ক এ কাজ করার জন্য প্রথমে SEO(Search Engine Optimization) শিখা শুরু করসিলাম টিউটোরিয়াল দেখে এবং বিভিন্ন আর্টিকেল পরে। কিছুটা গেয়ান অর্জন করে ছিলাম কত দিন ঘাটা ঘাটি করার পর। এর পর আমি ফরাম পোস্টিং এর কাজ শুরু করি। ঘন্টায় প্রথমে ২ ডলার ছিলো। পরে ১ মাস কাজ করার পর ৪ ডলার এ করি। আমি MS OFFICE এর কাজেও এপ্লাই করতাম। MS OFFICE সম্পর্কে বেসিক ছিলো। MS OFFICE এর ও কাজ করলাম কতদিন। ভালো লাগলো না দুইটার একটাও।

আমার ফ্রিলেন্সিং জীবন শুরু click me



এর কিছুদিন পরে ধরলাম Graphic Design শিখা টিউটোরিয়াল দেখে দেখে। অনেক টিউটোরিয়াল দেখেছি Graphic Design এর। আমি পারলে ১৮ ঘণ্টাই বসে থাকতাম ল্যাপটপের সামনে। ১ মাস কিছুটা শিখার পর কাজ শুরু করে দিলাম। রাস্তা দিয়ে হাটার সময় বড় বড় বিল বোর্ড গুলা দেকটাম এবং মনে মনে বল্টাম হালায় এইডা বানাইছে কেমনে। হেহে। আমার আবার একটা বদ অভ্যাস আছে। কুনো কিছু সম্পর্কে মুটামুটি গেয়ান অর্জন করার পর অইটার কাজ না পাওয়া পর্যন্ত আর কিছু শিকটাম না। আস্তে আস্তে আস্তে ভালই Graphic Design পারতাম। কিছুদিন Graphic Design সিখার পাশা পাশি কাজ করতে থাকলাম Odesk এ। এইভাবেও গেলো কিছুদিন। পরে ডেকলাম Graphic Design এর কাজ করে মজা পাইতেছিনা। একটা কথা আছেনা “তোমার যেই কাজ করতে ভালো লাগে সেইটাই কর”। কিন্তু কি যে ভালো লাগে সেইটাই বুইঝা উটতে পারতে ছিলাম না। তখন করতে থাকলাম জগা খিচুরি মারকা কাজ। Google Adsense, Infolink PTC System, Affiliate marketing, Forex trading ইত্যাদি গুলা নিয়াও গুতা গুতি করলাম কিছুদিন। পরিশ্রমের কথা আর নাই বললাম।

এই সব জগা কিছুরি মারকা কাজ নিয়াই বিভিন্ন Market Place (oDesk, Elance, Freelancer.com, Fiverr etc) এ Account খুলে ফেললাম। কিন্তু কাজ করটাম শুধু oDesk এ। oDesk থেকে ইনকাম করলাম ৫২৭.১৪ ডলার ১৪ ডিসেম্বার ২০১২ থেকে ২৭ ফেব্রুয়ারি ২০১৩ এর মধ্যে। এর পর আমার oDesk Account Suspend হইলো কুনো এক কারনে। পরে নিয়ত করলাম কাজ ভালো মত শিখে তার পর আবার oDesk এ Account খুলবো। কিন্তু তার এক সপ্তাহ পরেই আরেকটা Account খুলি। কাজ শুরু করি নাই আবার তখন।

সব কিছু বিস্তারিত বললাম না উপরে যা আলোচনা করলাম। তাহলে অনেক বড় আর্টিকেল হয়ে যাবে।

এখন আসি আমার বর্তমান কাজের আলোচনায়। এখন কাজ করি Web Development এর। কিভাবে শিখা শুরু করলাম Web Development নিচে সামান্য আলোচনা করতেছি।

বিভিন্ন ব্লগ ফোরাম রিসার্চ করে দেকলাম Web Development এ ভালো চাহিদা। বাছ শিখা শুরু করে দিলাম বিভিন্ন ব্লগ ফোরাম এবং কিছু বড় ভাই এর পরামর্শ অনুসারে। প্রথমে শিখা শুরু করলাম HTML। HTML শিখা শুরু করছি webcouchbd.com থেকে। পরে আর্টিকেল দেকতে থাকলাম অন্যান্য সাইট গুলায় w3schools,w3resource আরো অনেক সাইট থেকে দেখে চর্চা শুরু করে দিলাম। HTML and CSS এইভাবে কিছুদিন আর্টিকেল পরে দেকতে থাকলাম কিন্তু কিভাবে Layout তইরি করে বেপারটা ধরতে পারতেছিলাম না। পরে ভিডিও টিউটরিয়ালা দেখা শুরু করি lynda.com, tutplus, udemy, al-hera bd, BD geeks আরো অনেক টিউটোরিয়াল। Youtube ঘেটে চর্চা করতে থাকলাম কিছুদিন। কিন্তু Layout তইরির আইডিয়া টা পাইতেছিলাম না ভালো মত। Layout তইরি করতে পারতাম কিন্তু অনেক বেসিক লেভেলের। আমি এই Web Development শিখার পিছনে অনেক সময় বেয় করেছি এবং অগনিতো টিউটোরিয়াল দেখেছি।
পরে টিউটরিয়ায়ল দেখা শুরু করালাম RRfoundation এর। যার প্রতিষ্ঠাতা রাসেল আহমেদ ভাই। আমার সদ্ধেয় গুরুজন। আমি তার কাছে বলতে গেলে অনেক বেশী ঋণী। আমার ইচ্ছা আছে RRfoundation এর জন্য কিছু করার এবং আমি কিছু করবোই ইনশাআল্লাহ্‌। J রাসেল ভাই এর টিউটোরিয়াল দেখে দেখে প্র্যাকটিস করা শুরু করে দিলাম। আমার HTML and CSS সম্পর্কে মুটামুটি গেয়ান থাকায় আমি অনেক তারাতারি ওয়েব সাইট বানানো শিখে গেলাম। এর পর থেকে আমি রাসেল ভাই এর সব টিউটোরিয়াল দেখা শুরু করি। যেইটাই নতুন রিলিস করে সেইটাই দেখে ফেল্টাম। রাসেল ভাই এর টিউটোরিয়াল দেখার পর থেকে আমার কাছে সব কিছু অনেক সহজ মনে হওয়া শুরু করলো। পরে মনে মনে বললাম “হাইরে এতো সহজ জিনিস। যাই হক আরো দেকতে থাকি” । পরে রাসেল ভাই টিউটোরিয়াল দেখার পাশা পাশি আরো অনেক ধরনের Advance Level এর Tutorial দেখা শুরু করলাম like Drupal, Magento, Prestashop, Ecommerce ইত্যাদির। এইভাবে চলতে থাকলো।

এখন oDesk এ প্রোফাইল কমপ্লিট করলাম as a Web developer. আমি Odesk এ প্রথম কাজ পাইলাম April 2013 সালে । “Revamping Website, and some PSD work” এই টাইটেল এর যব। ১৬ ডলার ঘন্টা প্রতি। কাজ টা শেষ করার পর বায়ার আমাকে Feedback দিলো ৫ স্টার এবং এই কমেন্ট “Zubayer was an absolute pleasure to work with. He has excellent skills, is a wonderful comnunicator, works very quickly, and is always eager to go above and beyond what was asked. I would have total confidence in hiring him again–in the several years of using Odesk, he is by far one of the best agents I have worked with. Thank you for your great work–I look forward to hiring you many times in the future!” ।

পরে HTML/CSS দিয়াই Bigcartel,Magento, WordPess, Drupal, Paypal Integration ইত্যাদির কাজ করতে থাকলাম। Big Cartel, Magento and WordPress এর কাজ করতাম Google মামা এবং Youtube মামির সাহায্য নিয়ে। সার্চ করে বাইর করে ফেল্টাম কেমনে কি করা লাগবে। পরে দেখা শুরু করলাম রাসেল আহমেদ ভাই এর WordPress টিউটোরিয়াল। এবং এর পাশা পাশি আরো অনেক টিউটরিরাল দেখা শুরু করলাম WordPress নিয়ে। অনেকদিন দেকলাম JavaScript and Jquery. তার পরে দেখা শুরু করলাম PHP and MySQL নিয়ে টিউটোরিয়াল lynda, thenwbotson, Udemy, W3schools, w3resource আরো অনেক কোম্পানির টিউটরিয়ায়ল। JavaScript, Jquery, PHP and MySQL নিয়ে ভালই ঘাটা ঘাটি করলাম। মুটামুটি ধারনা আসলো এইসব ল্যাংগুয়েজ সম্পর্কে।

রাসেল ভাই এর টিউটোরিয়াল দেখার পাশা পাশি Freelancer.com, Elance, Fiverr, Seoclerk, Peopleperhour কাজ পাওয়ার জন্য চেষ্টা করতে থাকলাম। আমার চেষ্টা থামায় কে। হেহে । oDesk, Freelancer.com, Fiverr, Elance এ কয়েকটা কাজ করলাম। আলহামদুলিল্লাহ্‌ সব গুলায় ভালই Feedback অর্জন করতে পারছি।

এর পরে কাজ শুরু করালাম Peopleperhour এ। প্রথম কাজ পাইলাম 29 Oct 2013 সালে। peopleperhour মার্কেট প্লেছের কাজের Rate ভালো দেখে এইখানেই কাজ করা শুরু করে দিলাম অন্যান্য সাইট বাদ দিয়ে।

এইসব শিখার পর ইচ্ছা হইলো Hacking শিকবো। বাছ শুরু করে দিলাম গুতা গুতি। কয়েকদিন ভালই দেকলাম কিন্তু পরে বুজলাম Hacking শিখাটা একার পক্ষে সম্ভব না। তাই বাদ দিলাম।

কিছু টাকা ইনকাম করার পর ইচ্ছা হইলো PHP Codeigniter Framework শিখার। এইটা নিয়াও গুতা গুতি শুরু করে দিলাম। Youtube দেখে দেখে কিছুটা ধারনা নেওয়ার পরে দেখি একা শিখা সম্ভব না। পরে BDjobs নামে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলাম। ১ মাসের কোর্স ছিলো। PHP and MySQL সম্পর্কে কিছুটা ধারনা থাকার ফলে আমার বুজতে সমস্যা হইলো না। পরে কিছুদিন এইটা নিয়ে চর্চা করলাম। এবং Peopleperhour এ একটা Hourlie সেল করলাম Codeigniter Framework নিয়ে ২০০ ডলারের। পরে দেকলাম Codeigniter এ সময় বেশী লাগে কাজ করতে, পরে ভাবলাম Codeigniter বাদ দেই । যেই কথা সেই কাজ। পরে ভালো মত কাজ করা ধরলাম WordPress নিয়ে। আস্তে আস্তে অনেক কাজ করে ফেললাম like Responsive Design, WordPress theme development, WP theme customization, Stripe Payment gateway integration, PHP site development ইত্যাদির।

Peopleperhour এ 29 Oct 2013 থেকে কাজ শুরু করে এখন এপ্রিল মাসে আমার অবস্থান ৭ নাম্বারে। এবং CERT 4 এ আছি। কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ্‌ CERT 5 এ জাবো আশা রাখি। দুয়া করবেন সবাই। (It was paste!)

মার্চ ২০১৫ – আমি বর্তমানে অ্যামেরিকার একটা কোম্পানিতে যব Job করছি ওয়েব ডেভেলপার হিসেবে May 16, 2014 থেকে। এবং Envato Studio এর কাজ বেশী করা হয়, মাঝে মাঝে PeoplePerHour। আমি সব থেকে বেশী যেইটা নিয়ে পড়াশুনা করছি সেইটা হচ্ছে Affiliate Marketing. আপনি বলতে পারেন আমার Focus ঠিক নাই কেননা একটা ছেড়ে আরেকটা ধরছি। কিন্তু একটা ছেড়ে দিয়ে আরেকটা ধরছি না। যেই জ্ঞান একবার আপনি অর্জন করেছেন সেইটা আপনার কাছে থেকে কেও চুরি করে নিয়ে জেতে পারবেনা। কিন্তু চর্চা না থাকলে ভুলে যাবেন এইটাই স্বাভাবিক। Affiliate Marketing নিয়ে পড়াশুনা করায় আমার ইনকাম কিছুটা বেড়েছে। কিছুটা বললে ভুল হবে, আলহামদুলিল্লাহ ভালোই বেড়েছে। একটা ওয়েব সাইট বানানোর পরে সেই ওয়েবসাইট এর মার্কেটিং করা লাগে ভিসিটর বাড়ানোর জন্য। আমি ওয়েবসাইট বানিয়ে দেই এবং মার্কেটিং করার জন্য আইডিয়াও দেই এখন। প্রায় আড়াই বছর হয়ে গেছে অনলাইন প্রফেশনে আছি। অনেক কিছু জানিনা। আরো অনেক কিছু শেখা লাগবে, অনেক কিছু জানা লাগবে দুয়া করবেন।

21 June Update: May মাসে শিখলাম Ethical hacking. এইটা Specially শিখেছি security এর কাজের জন্য। ১ মাসের একটা course করেছি Bdjobstraining থেকে Website security and penetration testing (Ethical hacking) এর উপর। আলহামদুলিল্লাহ্‌ ভালো কিছুই শিখতে সক্ষম হয়েছি। Study চলছে এবং চলবে….

অনেক বড় আর্টিকেল হয়ে গেছে। তাই অল্পতেই আলোচনা করলাম আমার ফ্রিলেন্সিং জীবনদের ইতি কথা নিয়ে।

বিঃ দ্রঃ আমি অনেক কিছুই বলিনাই আমার কাজ শিখার বেপারে। কতটুকু খাটছি এবং কতটুকু সময় দিছি কাজ শিখার পিছনে। বলতে গেলে ২৪ ঘন্টাই লেপ্টপের সাথে ফেবিকলের আঠার মত লাইগা থাকতাম এবং থাকিও। হেহে। কারন আমার কাছে প্রোগ্রামিং করতে ভালো লাগে। তাই কখনো হতাশ বা নিজেকে ক্লান্ত মনে করি না। মানুষ তো কতকিছুই বলে কিন্তু সবাই তো আর আইনস্টাইন নিউটন না যে সবার কথা গুরুত্ব দিতে হবে। নিজে কিছু অর্জন করতে পারলে এবং কাউকে কিছু শিখাইতে পারলে আত্মতিপ্তি পাওয়া যায়। আমার ভালো লাগে আমি করতেছি। এবং সব থেকে বড় কথা আমি আমার বাবা মা এর কাছে থেকে সাপোর্ট পাই বা পেয়ে আসতেছি ভালো জিনিস যেকোনো কিছুতেই আল্লাহ্‌ তাদের শান্তিতে রাখুক

আল্লাহ্‌ হাফিজ