0

টিউনার আইডি: abir2526 টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে):http://www.techtunes.com.bd/wp-admin/post.php?post=474674&action=edit যে কারণে আমার টিউনটি বা টিউনারশীপ স্থগিত রাখা হবে না: টিউনটি ছিল অ্যামাজন-এর রিমোট পিসি সার্ভিসের ব্যাপারে।

আমি পোস্টটি করেছিলাম অ্যামাজনের ভার্চুয়াল রিমোট পিসির সার্ভিসের ব্যাপারে। সার্ভিসটি পেইড ছিল। যারা নিজে নিজে পেইড সার্ভিসটি ব্যবহার করতে পারবে না আমি শুধু তাদের সাহায্য করতে চেয়েছি। এখান থেকে কোনরকম ব্যবসা করার ইচ্ছে আমার ছিল না।

আমি অনেক আগে থেকে টেকটিউনস-এর নিয়মিত পাঠক। টেকটিউনস-কে ভালবাসি অনেক। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে তাহলে প্রথমবারের মত ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমার টিউনারশীপ পুনরায় চালু করার যথাযথ কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ করছি।