বুজলাম না কিছুই আমার টিউনগুলো কে ডিলিট করা হল?
আমি টিউন করেছিলাম বিশ্ব উন্নয়নে বাংলাদেশীরা(পর্ব1-6) কিন্তু আধাঘন্টা(আধাগন্টায় পজেটিভ কমেন্ট চারটি ছিল) তা ডিলেট করা হল কেন? তবে কি এই সাইটটি ও বিদেশী কোন এজেন্ট নাকি। নাকি এই দেশের কোন কিছু তাদের ভাল ও লাগেনা???????????? ও ভালো কথা আমার আগের টিউন ও একসাথে ডিলেট করে দেওয়া হয়। এই সাইটে যদি এমন টিউন নিষিদ্ধ থাকে তাহলে আজ থেকে বাদ দিলাম এই সাইট। TUNARPAGE,Projuktikotha সহ দেশী সাইটগুলেঅই ভালো।
Answer
প্রিয় টিউনার,
আপনার টিউনগুলো সরাসরি বিভিন্ন
পত্র-পত্রিকা ও অনলাইল মাধ্যম থেকে আংশিক ও হুবহু কপি পেস্ট করায় টিউন গুলো
পেন্ডিং করা হয়েছে।
টেকটিউনস প্রযুক্তির একটি উন্মুক্ত সোসিয়াল নেটওয়ার্ক যেখানে মৈলিক, নিজেস্ব আর অভিনব টিউন করার প্রতি সবসময় উৎসাহ দেয়। প্রয়োজনে আপনি বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করে নিজের ভাষায় টিউন করার চেষ্টা করুন।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।
Customer support service by UserEcho
প্রিয় টিউনার,
আপনার টিউনগুলো সরাসরি বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইল মাধ্যম থেকে আংশিক ও হুবহু কপি পেস্ট করায় টিউন গুলো পেন্ডিং করা হয়েছে।
টেকটিউনস প্রযুক্তির একটি উন্মুক্ত সোসিয়াল নেটওয়ার্ক যেখানে মৈলিক, নিজেস্ব আর অভিনব টিউন করার প্রতি সবসময় উৎসাহ দেয়। প্রয়োজনে আপনি বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করে নিজের ভাষায় টিউন করার চেষ্টা করুন।
আশা করি আপনি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং আপানার মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটাবেন এবং টেকটিউনসকমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে টেকটিউনেসর সুন্দর, আন্তরিক ও সাবলীল পরিবেশ ও টেকটিউনসের ধারা বজায় রাখবেন।