0

টিউনার শিপ ফেরতের জন্য আবেদন

smnahidemon 9 years ago 0

১. টিউনার আইডি: ladykillerbogra

২. টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে) : http://www.techtunes.com.bd/wp-admin/post.php?post=478323&action=edit
৩. নিজ থেকে বুঝতে পারা টিউন স্থগিতে কারণ : আসসালামু আলাইকুম। আমি এস, এম, নাহিদ ইমন আমি গত সাড়ে ৩ বছর ধরে আপনার সাইট মানে টেকটিউনস এর পোস্ট পড়ি। আমি আল্লাহ‘র রহমতে এবং আপনাদের চেষ্টায় অনেক কিছু শিখতে পেরেছি। আমি লক্ষ্য করেছি যে এখানে সব বিষয়ে আলোচনা হয় না। ৯ সেপ্টেম্বর ২০১৬ ইং তারিখে যোগদান করি এবং টিউনার হই এরই মাঝে আমার পরীক্ষা চলে আসে যার কারনে আর পোস্ট করা হয় নাই। তারপর পরীক্ষা শেষে আমি এই প্রথম পোস্টটি করি এবং একদিন পরে আমার টিউনার শিপ স্থগিত করা হয়। অমি কারন খুজতে লাগি এবং কারনটি খুজে পাই। আমার টিউনার শিপ স্থগিতের কারন হল অামি পোস্টের ভিতরে ডাউনলোড লিংক সরাসরি না দিয়ে আমার ওয়েবসাইটের দিয়েছি এর পিছনে কারন আমি টেকটিউনস নীতিমালা না পড়েই পোস্ট করা। এখনে আমি আসলেই ছোট না বড় ভূল করেছি তার জন্য আমি আসলেই লজ্জিত এবং আসা করি এই ভূল আর ২য় বার আমার দ্বারা হবে না। তাই আপনার কাছে অনুরোধ যে দয়া করে আমার টিউনার শিপটি ফিরে দিন আর হ্যা পরবতিতে ভিন্ন ধরনের পোস্ট উপহার দিতে পারব বলে আশাবাদি।
--আমি নিজ থেকে টেকটিউনস নীতিমালা ভঙ্গের বিষয় বুঝতে পেরেছি এবং টেকটিউনসের অনন্যা সকল নীতিমালা সম্পর্কে অবগত হয়েছি। আমি সম্মতি জানাছি যে আমার টিউনারশীপ ফেরত দেওয়া হলে আমি টেকটিউনস নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং টেকটিউনস নীতিমালা ভঙ্গ হয় এমন কোন কাজ আমার টিউন ও টিউনে প্রকাশ পাবে না। যদি পুনরায় কোন নীতিমালা ভঙ্গ হয় তবে টেকটিনস থেকে স্থায়ী ভাবে আমার সকল টিউন স্থগিত ও টিউনারশীপ স্থগিত করা সহ যে কোন ব্যবস্হা গ্রহণ করতে পারবে।