0

লেখা ভুল অভিযোগে সাসপেন্ড

tawhidurrahmandear 7 years ago updated by সুনায়েত হোসেন 7 years ago 1

আমি লেখাটি প্রকাশ করার কিছুক্ষণ পর ইমেইল করে লেখা সাসপেন্ড করা হল এই বলে যে আমি অন্যর লেখা চুরি করেছি! যে লিঙ্কট দেয়া হয়েছে তা এইঃ http://asunjani.com/bn/wordpress-%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-copy-proof-%E0%A6%95/


ভালো মত তদন্ত করে মন্তব্য করা উচিৎ বা পদক্ষেপ নেয়া উচিৎ। এখানে (http://www.techtunes.com.bd/wordpress-plugins/tune-id/480333) যেই প্লাগিনের ব্যাপারে লিখেছি, তা আমার নিজের তৈরি। আপনাদের দেয়া লিঙ্কের লেখায় যে প্লাগিনের কথা উল্লেখিত (ভিন্ন প্লাগিন), তাও আমার নিজের তৈরি। আপনারা যে লিঙ্কটির কথা উল্লেখ করেছেন, সেই লেখার যে প্লাগিনের কথা উল্লেখ করা হয়েছে - সেই ব্যাপারে আমার একটি লেখা TechTunes এ ইতিপূর্বে আমি নিজেই প্রকাশ করেছি এই লিঙ্কেঃ http://www.techtunes.com.bd/wordpress/tune-id/478306 - শুধু TechTunes না, আমি আমার ফেসবুক বা গুগল প্লাস প্রোফাইলে নিজের প্লাগিনের বিষয়ে লিখতে পারি, এবং হ্যাশট্যাগ দিয়ে কেউ সেই লেখা পেয়ে অন্যত্র প্রকাশ করতেও পারে।

আমি মাঝে মধ্যেই নতুন নতুন সব ওয়ার্ডপ্রেস প্লাগিন তৈরি করে বিনামূল্য ব্যবহারের জন্য WordPress.org -তে উম্মুক্ত করি (https://profiles.wordpress.org/tawhidurrahmandear) , যার ইন্সটলেশন প্রক্রিয়া অনেকগুলোই কাছাকাছি, তাই প্লাগিন নিয়ে ভিন্ন ভিন্ন লেখা লিখলেও নিচের অংশে তার ইন্সটলেশন প্রক্রিয়ার বর্ণনা একই রকম হয়। আমার TechTunes প্রোফাইলে যেয়ে অতীতের লেখাগুলো দেখতে পারেন, অতীতের প্লাগিন সংশ্লিষ্ট লেখার ইন্সটলেশন প্রক্রিয়ার বর্ণনা অনেক খানি একরকম।

আপনি যে লিংক দিয়েছেন, তারাই আমার লেখা কপি করে নিয়ে বসিয়েছে। (ভুলে যাবেন না, বর্ণনায় উল্লেখিত প্লাগিনটি আমারই) আমি ওই ওয়েবসাইটের ব্যাপারে আজ প্রথম জানলাম।

কিন্তু আমি তো কারো কাছ থেকে কোন কিছু কপি করি নাই !!!!!!