0
টিউনারশিপ স্থগিতাদেশ প্রত্যাহার চাই
- টিউনার আইডি: ShiningBD
- টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে): http://www.techtunes.com.bd/?p=470750
- যে কারণে আমার টিউনটি বা টিউনারশীপ স্থগিত রাখা হবে না: আমি লিখাটি তৈরি করেছি অনেক খেটে এবং সময় নিয়ে। মনে হয়, ইমেজ এ অতিরিক্ত লিঙ্কগুলোর কারনে নীতিমালা ভঙ্গ হয়েছে। সেটা আমার দোষ হয়েছে। আমার আইডি স্থগিতাদেশ প্রত্যাহার করলে আমি অতিরিক্ত লিঙ্কগুলো রিমুভ করে দিতে চাই। তবে, এইরকম একটি লেখা লিখে, এ থেকে একটা ব্যাকলিঙ্ক আমার পাওনা। তারপরও যদি টেকটিউনস মনে করে যে আমি পাওনা না, তাহলে ব্যাকলিঙ্ক রিমুভ করে হলেও লিখাটা লাইভ করুক। কারণ, পাঠকের উপকারিতার বিষয়টা হচ্ছে সবচেয়ে মুখ্য ব্যাপার। আমি আমার আইডির স্থগিতাদেশ প্রত্যাহার চাই এবং আরও মানসম্মত পোস্ট লিখতে চাই।
Customer support service by UserEcho