আমার বাংলা নরমাল ফন্ট থেকে অভ্রোতে কি করে পরিবর্তন করা যায়?
স্যর আমি কোলকাতায় থাকি। আমার একটি সমস্যা হয়েছে, সেটি হলো আমি সাল ১৯১২ থেকে ১০১৪ পর্যন্ত "আমার বাংলা নরমাল" (Amar Bangla Normal) ব্যবহার করে কিছু লেখা লেখি করেছি। আমি যদিও অনেক দিন ধরে পিসি ব্যবহার করছি তাহলেও এর ট্যাকনিক সম্বন্ধে খুব একটা জানি না। এখন কথা হলো বর্তমানে আমি অভ্র ডাউন লোড করে অভ্র ফন্টেই কাজ করছি কিন্তু মাঝের থেকে আমার আগের লেখা গুলি "Efq¡lV¡ ph¡CLC ¢Lea quz Efq¡l Lea qu ch¡l SeÉ, ¢eSl SeÉ Efq¡l ¢Lem pV¡ Bl Efq¡l qu JW e¡z HC kje ¢eSL LE k¢c HLV¡ O¢l ¢Le Efq¡l cu a¡qm m¡L pV¡L Bl Efq¡l hmh e¡, hmh e¡ k a¥¢j a¡j¡L HLV¡ O¢l Efq¡" এই চেহারা নিয়েছে। কি যে করবো জানি না। প্লিজ আমাকে দয়া করে জানান কি করে আমি এই লেখা দুলিকে আবার বাংলা হরফে ফিরে পাবো।
প্রসঙ্গত জানাই যে "আমার বাংলা নরমাল" (Amar Bangla Normal) এর যে ফন্টটি আমি ব্যবিহার করতাম সেটির নিজস্ব পেজ ছিলো সেখান থেকে আমি আমার এই লেখা গুলিকে কাট পেষ্ট করে word document এ পরিবর্তন করে নিয়েছিলাম।
আমার মেইল এ্যাড্রেস হলো Writers2003@yahoo.co.in। আশা করি আমি আমার এই সমস্যার থেকে মুক্তি পাবো। ধন্যবাদ
Customer support service by UserEcho