0
পিসির র্যামে কী কোন সমস্যা আছে?
কয়দিন আগে পিসির ডিসপ্লে আসছিল না কিন্তু পিসি চলছিল। কয়েকবার রিস্টার্ট দেয়ার পর লেখা আসল "নতুন করে সিডি থেকে বুট করতে হবে"। সিডি থেকে বুট নেয় না, পিসি চরম স্লো। এরপর শেষ চেষ্টা হিসেবে র্যাম খুলে আবার লাগালাম সব ১০০% ঠিক। র্যাম লুজ ছিল না।
ঠিক ২দিন পরেই আবারো একই সমস্যা, র্যাম খুলে আবার লাগালাম সব ঠিক।
গতকালকে পিসি অফ হতে ৫মিনিটের মত সময় নিচ্ছিল।
আজকেও একই সমস্যা। ডিসপ্লে কেমন ভেঙ্গে গেছে এবং হ্যাং হয়ে পড়ে ডিসপ্লে নাই।
র্যাম খুলে আবার লাগালাম সব ঠিক। এখন পিসি চালাচ্ছি।
সমাধান চাই। দ্রুত একটা সমাধান দিন। কী করতে হবে?
Customer support service by UserEcho