+1
Completed

টেকটিউনস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি

Mahadi Al Hassan 12 years ago updated by Techtunes (Techtunes) 12 years ago 0

টেকটিউনস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এজন্য যে, আমি কোন টিউনে কোড লিখে ড্রাফটে সেভ করে পরে যদি প্রিভিউ করি তাহলে সেই কোড সম্পূর্ণ শো করে না। এই জাতীয় সমস্যা আমার আগেও হয়েছিল, কিন্তু তা আমি সময়ের অভাবে বলতে পারি নি। এখন আমি কিছু টিউন ড্রাফটে সেভ করে রেখেছি, কিন্তু প্রকাশ করতে পারছি না, কারন কোডগুলো সম্পূর্ণ শো করে না। যে কোন কোড লিখলেই আমার এমনটা হয়, কেন হয় হয় তাও বুঝতে পারছি না। এই জাতীয় সমস্যা থেকে রক্ষা পাওয়ার উপায় কি, তা আমাকে যথাসম্ভব দ্রুত জানাবেন প্লিজ।

Answer

Answer
Completed
প্রিয় টিউনার,

আপনার টিউন যেহেতু প্রোগ্রামিং সংক্রান্ত টিউন ও টিউনে কোডের ব্যবহার রয়েছে তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব "কোড হাইলাইটার"।

টেকটিউনসের "কোড হাইলাইটার" কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি দেখুন। ধন্যবাদ।
Answer
Completed
প্রিয় টিউনার,

আপনার টিউন যেহেতু প্রোগ্রামিং সংক্রান্ত টিউন ও টিউনে কোডের ব্যবহার রয়েছে তাই বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড যেমন HTML, CSS, JS, PHP ইত্যাদি কোড সুন্দর ও সঠিক ভাবে দেখাতে টেকটিউনসের রয়েছে নিজেস্ব "কোড হাইলাইটার"।

টেকটিউনসের "কোড হাইলাইটার" কিভাবে ব্যবহার করতে হয় তা জানতে এই টিউনটি দেখুন। ধন্যবাদ।