0

আইফোন ৭ এর নতুনত্ব

নতুন আইফোনকে নিয়ে নানা ধরনের গুঞ্জন শুরু হয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গুলিতে।কতটা ভাল হবে আইফোন ৭ এই প্রশ্ন এখন সবার।নতুনত্ব থাকছে কি থাকছে না নাকি আগের আইফোনেরই নতুন সংস্করণ এসব নিয়েই ভাবছেন সবাই।


বিশ্লেষকরা বলেছেন,নতুন আইফোন ঘিরে এখন প্রযুক্তি-বিষয়ক ব্লগ ও ওয়েবসাইটগুলোতে যত গুঞ্জন রয়েছে, তার কোনোটিই এখনো নিশ্চিত নয়। এমনকি নতুন আইফোনের নাম ‘আইফোন ৭’ ও ‘৭ প্লাস’ হবে কি না, সে বিষয়টিও নিশ্চিত করেনি অ্যাপল।ধারনা করা হচ্ছে, আগামী মাস নাগাদ পরবর্তী প্রজন্মের আইফোন উন্মুক্ত করবে অ্যাপেল।তবে প্রশ্ন থেকেই যায় আইফোনে নতুনত্ব থাকবে কিনা।তিন বছর ধরে অ্যাপেল নতুন কোন নকশার দিকে যায়নি।তবে আইফোনের ক্যামেরা এবং পারফরম্যান্সের দিক থেকে বড় পরিবর্তন আসতে পারে। এছাড়া এ বছর নকশার দিকে কোন পরিবর্তন না থাকলেও ২০১৭ সালে পরিবর্তন আনবে অ্যাপেল।


Image 179

যা যা থাকতে পারে নতুন আইফোনে-

  • দ্রুতগতির অ্যাপেল প্রসেসর
  • পাতলা কাঠামো
  • নতুন কালার
  • 3D টাচ হোম বাটন
  • আকর্ষণীয় এন্টেনা লাইন
  • হাই রেজুলেশন ডিসপ্লে
  • ১২ মেগা পিক্সেল ক্যামেরা আইফোন ৭ এর জন্য
  • ডুয়েল ক্যামেরা সেটআপ আইফোন ৭ প্লাস এর জন্য
  • দিগুন স্টোরেজ সুবিধা
  • পানি ও ধুলা প্রতিরোধের জন্য উন্নত প্রযুক্তি

আগামি ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি সংবাদ সম্মেলনে আইফোন ৭ এর ঘোষণা দিতে পারে অ্যাপেল।