0
আমার টিউনটি বাতিল করে আমাকে টিউনমেন্টে অবিরত রাখার জন্য অনুরোধ করছি।
- টিউনার আইডি: nusratnewline
- টিউনের লিংক (যে টিউন স্থগিত হয়েছে): http://www.techtunes.com.bd/?p=451815
- যে কারণে আমার টিউনটি বা টিউনারশীপ স্থগিত রাখা হবে না: আমার পোস্টে অর্থ লেনদেন করার এপস এর লিংক ছিলো। যা টেকটিউনের নীতিমালা বিরোধি। আমি আমার ভুল বুঝতে পারেছি এবং কথা দিচ্ছি এমন ভুল ভবিষ্যতে আর হবে না। অনুগ্রহ করে আমাকে টেকটিউনে অবিরত থাকার এবং টিউন পোস্ট করার অনুমতি দেয়া হোক। এখন থেকে আমি অবশ্যই টেকটিউনের নীতিমালা মেনে ভালোমানের পোস্ট করবো। আমি জানি টেকটিউন যেকোন সময়ে আমার টিউনারশীপ বাতিল করার ক্ষমতা রাখে। ধন্যবাদ।
Customer support service by UserEcho
টিউন বা টিউমেন্ট করলে অবশ্যই টেকটিউনস নীতিমালা মেনে করবেন। টেকটিউনস এর পাশেই থাকুন । আসুন আমরা টেকটিউনস কে আবার প্রাণবন্ত করে তুলি ।
ধন্যবাদ ।
ধন্যবাদ!
আমি আমার টিউনারশীপ কি ফিরে পাবো? যদি পাই সেটা কবে?
এটা এখন অনেকটা নির্ভরশীল এডমিনদের উপর । আপনার নীতিমালা ভঙ্গ করা ঠিক হয় নি । এক্ষেত্রে আমি কিছু করতে পারব না । দুঃখিত । তবে আপনি নিজে যদি এমন পোস্ট দেখেন যে নীতিমালা ভঙ্গ করেছে, তাহলে টেকটিউনস কে জানান ।
ধন্যবাদ ।
আমি তো টেকটিউনস ডেস্ক এ মানে এখানে লিখেছি। এটা কি এডমিন দেখবেন?
অবশ্যই দেখবেন । তবে তার জন্য এই আবেদন একাধিক বার করার দরকার নেই । তারা সকল পোস্ট দেখবেন । এবং ইতিমধ্যে তারা হয়ত দেখেও ফেলেছেন । ধন্যবাদ ।