0
Completed

বিনাকারনে আমার টিউন পেন্ডিং করা হয়েছে প্লিজ সেটা সচল করুন!!!

rhk 10 years ago updated 10 years ago 2
১. টিউনার আইডি : RHK
২. টিউনের লিংক: http://www.techtunes.com.bd/tutorial/tune-id/302032
 আমার টিউনটি কপি পেস্ট এর অযুহাতে পেন্ডিং করা হয়েছে। বলা হয়েছে আমি www.androidbd.ga সাইট থেকে কপি করেছি কিন্তু সাইট টি আমার্। এবং এর রাইটার RK এর অনুমতি নিয়েই পাঠকদের উপকার এ আসবে তাই টিউন করেছি।
আমার টিউন আবার সচল করার জন্য টেকটিউন কর্তৃপক্ষ কে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ 

Answer

Answer
Completed
প্রিয় টিউনার,

নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করতে টেকটিউনসের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।

ধন্যবাদ।
Answer
Completed
প্রিয় টিউনার,

নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করতে টেকটিউনসের বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিসিটররা এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ ক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা টেকটিউনসে টিউন করেন তবে অবশ্যই ‘পূর্বে আমার ব্লগে / এই জায়গায় প্রকাশিত’ লিখে তাতে লিংক করে দিতে হবে।

ধন্যবাদ।
প্লিজ এটা সচল করে ফিন আমি গ্যারান্টি দিতে পারি কেউ এ বিষয়ে কমপ্লেন করবেনা।
এবং আমি আমার ব্লগের লিংক এতে লিংকিং করে দেব।